ডাই— কিউট ফিঙ্গার রিং তৈরী।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ডাই তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু একটি সমস্যা হচ্ছে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাই সময় বের করে সব সময় বসা হয়ে ওঠে না। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য মাঝে মাঝে টুকটাক ডাই প্রস্তুত করা হয়। আজ আমি রঙিন পেপার দিয়ে কিউট একটি ফিঙ্গার রিং তৈরি করেছি। ফিঙ্গার রিংটি তৈরি করে উপরে একটি ইমোজি আঁকিয়েছি। ফিংগার রিংটির উপরে ইমোজি আঁকানোর ফলে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আশা করি, আজকের এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন এই ডাই পোস্টটি তৈরি করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে প্রস্তুত করলাম সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।
• রঙিন পেপার
• কালার পেন
• মার্কার পেন
প্রথমে দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের একটি হলুদ কালারের পেপার নিতে হবে।
হলুদ পেপার টি মাঝ বরাবর প্রথমে ভাঁজ দিতে হবে। ভাঁজটি পুনরায় খুলে দুই কোণা থেকে আবার ভাঁজ দিতে হবে।
![]() | ![]() |
---|
এখন পেপারটির ভাঁজ দেওয়া সরু অংশটি পুনরায় ভাঁজ দিতে হবে।
রঙিন পেপার দিয়ে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে হলে ভাঁজগুলো পারফেক্ট হতে হয়। আর এটা তৈরি করার পদ্ধতি মুখে বলা কিংবা লিখে প্রকাশ করা যায় না। ভাঁজগুলো দেখেই বুঝে নিতে হয়।
এখন নিচের বাড়তি পেপারগুলো চিকন করে কয়েকটি ভাঁজ দিতে হবে।
![]() | ![]() |
---|
এখন অপর পাশ উল্টানোর পরে দেখব একটি লাভ শেপ তৈরি হয়েছে।
এখন পেপারটি উল্টিয়ে নিচের চিকন অংশটুকু ভেঙে দিতে হবে।
এখন আংটিটির সোজা পাশে এসে একটি কিউট ইমোজি আঁকিয়ে নিব।
ইমোজি আঁকানো শেষ হলে এক কোণার সাথে আর এক কোণা জোড়া লাগিয়ে দিলেই একটি সুন্দর ফিঙ্গার রিং তৈরি হয়ে যাবে।
এই ছিল আমার আজকের অরিগ্যামি পোস্ট। আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট দিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ইউনিক চিন্তা ভাবনা আপু আপনার। সব সময় চেষ্টা করেন আপনি ইউনিক কিছু তৈরি করতে। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে অনেক সুন্দর একটি ফিঙ্গার রিং তৈরি করে নিলেন রঙিন কাগজ দিয়ে ভীষণ ভালো লেগেছে দেখে। আপনি ঠিকই বলছেন ইমোজি দেওয়ার কারণেই অনেক সুন্দর দেখাচ্ছে এই ফিঙ্গার রিং।
ইউনিক জিনিস আর তৈরি করতে পারি কোথায় আপু? যেগুলো সহজ সেগুলোই করছি আপাতত। তবে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে উপহার দেয়ার চেষ্টা করব।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ আপু বেশ সুন্দর তো। এককথায় চমৎকার লাগছে। আমার কী মনে হচ্ছে জানেন এই রিংটা নিয়ে গিয়ে আমার প্রেয়সির হাতে পড়িয়ে দেয়। এমনটা হলে ও অনেক খুশি হবে। রঙিন কাগজ দিয়ে দারুণ তৈরি করেছেন রিংটা এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপু।।।
ধাপগুলো দেখে তো শিখে নিলেন।এখন রিংটি বানিয়ে আপনার প্রেয়সির হাতে পরিয়ে দিয়েন দেখবেন সে অনেক বেশি খুশি হবে,😅
রঙিন কাগজ দিয়ে প্রথমের দিকে আমি তেমন একটা কাজ করতে পারতাম না। তবে অন্যদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে বেশ উৎসাহ পেতাম। এর পরে এভাবে করতে করতে কাজ গুলো মোটামুটি শিখেছি। কিউট ফিঙ্গার রিং তৈরী দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি কিন্তু রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর কাজ উপহার দিয়ে যাচ্ছেন। এধরনের কাজ গুলো সৃজনশীলতা বৃদ্ধি করে। এভাবেই সামনের দিকে এগিয়ে যান। অনেক শুভ কামনা রইল ভালো থাকবেন।
এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আমরা দিন দিন অনেক কিছুই শিখতে পারছি ভাইয়া।শুভকামনা আপনার জন্য।
দারুন তো আপনার ফিঙ্গার রিং দিয়ে তো দেখছি বেশ সুন্দর করে প্রোপজড করা যাবে। আমার কাছে বেশ দারুন একটি ফিঙ্গার রিং দেখলাম। আমার কাছে আপাদও মস্তক বেশ ভালো লেগেছে আপনার ফিঙ্গার রিংটি। খুব সুন্দর করে আপনি উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার তৈরী ফিংগার রিং সম্পর্কে এত সুন্দর একটি মতামত পেয়ে অনেক ভালো লাগলো আপু।
রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক সুন্দর হয়ে থাকে। আপনার তৈরি রঙিন কাগজের ফিঙ্গার রিং দেখতে অনেক কিউট লাগছে। তাছাড়া এইটা হাতে পরলে ভীষণ সুন্দর লাগবে। বিশেষ করে রিং এর উপর চোখ মুখ আর্ট করে দেওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
রঙিন কাগজের তৈরি জিনিসের উপর ইমোজি আর্ট করে দিলে দেখতে অনেক কিউট লাগে । ধন্যবাদ ভাইয়া।
কিউট ফিঙ্গার রিং তৈরী অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। সত্যিই এই ডাই পোস্টটি আমার কাছে একদম ইউনিক লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে এটি শেয়ার করলেন, আসলে দেখে ভালো লাগলো।
কিউট ফিংগার রিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক বেশি আনন্দিত হলাম ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি হাতের আঙ্গুলের রিং তৈরি করেছেন। আপনার তৈরি কিউট ফিঙ্গার রিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পেপারের রং টি হলুদ হওয়ার কারণে একটু বেশি সুন্দর লাগছে। আপনার তৈরি আংটি টি দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের রিং। যাইহোক খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি রিং টি।
ফিঙ্গার রিংটি দেখতে আপনার কাছে বাস্তব মনে হচ্ছে জেনে খুবই উৎসাহ পেলাম।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফিঙ্গার রিং তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ছোট ছোট জিনিস বানাতে ও দেখতে খুব ভালো লাগে। আংটির উপরে ডিজিইন করাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার।
ছোট জিনিস গুলো দেখতে অনেক কিউট লাগলেও তৈরি করতে গেলে অনেক কষ্ট এবং ঝামেলা পোহাতে হয় আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি একটি আংটি তৈরি করেছেন আপু। আপনার আংটিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
নিখুঁতভাবে রঙিন কাগজের আংটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।