Diy-" লেমন জুস গ্লাস আর্ট"
নমস্কার
Diy- লেমন জুস গ্লাস আর্ট:
সময় সল্পতার কারনে এখন অনেকটাই কম আর্ট করা হয়।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও বৃষ্টি হচ্ছে তবুও গরম ঠিকই রয়েছে।তাই একটি লেমন জুস গ্লাসের আর্ট করে ফেললাম। তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.পেন্সিল
3.রবার
4.রঙিন জেল পেন
5.কালো বলপেন ও
6.স্কেল
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পেন্সিল ও স্কেলের সাহায্যে জুস গ্লাসের আকৃতি একে নিলাম।
ধাপঃ 2
এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।
ধাপঃ 3
এখন ফোনের মাধ্যমে আমার হাতের ছবি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে পেন্সিল দাগগুলো মুছে নিলাম রবার দিয়ে।
ধাপঃ 4
এরপর ব্লু,লাল,কমলা ও হলুদ রঙের জেল পেন দিয়ে গ্লাসের মধ্যে জুসের দৃশ্য আর্ট করে নেব।ব্লু রং নিচের দিকে এবং গ্লাসের উপরে কমলা রং ও মাঝামাঝি স্থানে লাল রঙের পেন ব্যবহার করেছি।
ধাপঃ 5
এবারে গ্লাসের সরু মাঝবরাবর স্থানে গোলাপি রঙের জেল পেন দিয়ে একটি বেঁধে নেওয়া ফিতার আকৃতি একে নিয়েছি।
শেষ ধাপঃ
এরপর একটি অর্ধকাটা লেবুর পিচের চিত্র একে নেব তারপর নীল রঙের একটি পেঁচানো স্ট্র একে নিলাম।তারপর সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "লেমন জুস গ্লাসের চিত্রটি।"এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1942624082312220760
https://x.com/green0156/status/1942624930463703056
https://x.com/green0156/status/1942669884221186131
https://x.com/green0156/status/1942670125825659269
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।
তাই,আপনাদের কাছে আমি কিছুই নই আপু।তারপরও চেষ্টা করছি সময় পেলেই,ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করছি দক্ষতা বৃদ্ধি করার জন্য, ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।
আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। আজকে আপনি খুব সুন্দর করে লেমন জুসের গ্লাস আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট এর প্রশংসা করতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লেমন জুস গ্লাস এর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।
আমি তো ভেবেছিলাম আপনি লেমন জুসের রেসিপি শেয়ার করেছেন৷ তবে যেভাবে আপনি এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই আর্টের মধ্যে আপনি যেভাবে এত সুন্দর ডিজাইন উপস্থাপন করেছেন এটি একেবারে বাস্তবের মতো দেখা যাচ্ছে৷ মনে হচ্ছে যেন এটি এখন এখান থেকে বেরিয়ে আসবে৷ অনেক ধন্যবাদ এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
হি হি,না ভাইয়া বের হয়ে আসবে না।চেষ্টা করেছি বাস্তব রূপ দেওয়ার।ধন্যবাদ আপনাকে।