ঢাকার দিনমজুর: শহরের অদৃশ্য নায়করা
ঢাকা শহর দিন দিন আধুনিক হচ্ছে। উঁচু দালান, নতুন রাস্তা, শপিং মল, মেট্রোরেল – এসব দেখে আমরা সবাই গর্ব করি। কিন্তু এই উন্নয়নের আড়ালে আছেন কিছু মানুষ, যাদের ছাড়া হয়তো ঢাকা এত দূর আসতে পারতো না। তারা হলো আমাদের চারপাশের দিনমজুর – যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে শহরের চাকচিক্যকে বাঁচিয়ে রাখছেন।
কঠোর পরিশ্রমে ভরা জীবন
ভোর হওয়ার আগেই তারা কাজের খোঁজে রাস্তায় নেমে আসেন। কেউ ইট, বালু, সিমেন্ট টেনে ভবন গড়ে তোলেন, কেউ রিকশা চালিয়ে মানুষের যাতায়াত সহজ করেন, আবার কেউ ফুটপাতে বা বাজারে দিনমজুরের কাজ খুঁজে বেড়ান। তাদের ঘাম আর কষ্টের উপর দাঁড়িয়ে আছে পুরো শহর।
দৈনিক আয়ে সংসার চালানো
দিনমজুরদের বেশিরভাগই গ্রাম থেকে কাজের খোঁজে ঢাকায় আসেন। প্রতিদিন যে টাকা আয় করেন, সেটাই দিয়ে তাদের সংসার চলে। আয় কম হলে খাবারও কমে যায়। অনেক সময় অসুস্থ হলেও কাজ করতে হয়, কারণ কাজ না করলে সেদিন সংসারে চুলা জ্বলে না।
স্বপ্ন ও সংগ্রাম
তাদের জীবন যতই কঠিন হোক, স্বপ্ন কিন্তু থেমে থাকে না। সন্তানকে স্কুলে পাঠানো, পরিবারকে একটু ভালো খাবার খাওয়ানো— এসব ছোট ছোট স্বপ্ন নিয়েই তারা লড়ে যান।
আমাদের দায়িত্ব
আমরা হয়তো তাদের কষ্ট পুরোপুরি কমাতে পারবো না, কিন্তু সম্মান দিতে পারি। রাস্তায় বা কাজে তাদের সাথে আচরণে সদয় হলে, তাদের কষ্ট কিছুটা হলেও হালকা হয়। পাশাপাশি সরকারের এবং সমাজের দায়িত্ব রয়েছে তাদের জন্য নিরাপদ কর্মস্থল, ন্যায্য মজুরি এবং মৌলিক সুবিধা নিশ্চিত করার।
ধন্যবাদ সকলকে,
@cryptoriyan