Good Food On Chill mood.
#একটিইমারজেন্সিরিভিউঃ :p
এই অফারটা না নিয়ে পারা গেল না!!
নরমালি হয়তো এভাবে খাওয়া হতো না। ফুডবুকের আগের প্ল্যাটারটা খেয়েছিলাম কিন্তু অত ভাল লাগে নি। কিন্তু একটার সাথে যদি একটা স্টেক ফ্রি হয় তাও আবার উইথ রাইস এন্ড ভেজেটেবলস, মোটামুটি স্বল্পমূল্যে, কলস ফর এ চান্স। ভেবেছিলাম আগের মতই- খুব একটা ভাল হবে না হয়ত, কিন্তু না এবার কিন্তু তারা মান রেখেছে। আমার অন্তত খুব ভাল লেগেছে।
প্লেস: ফুডবুক
লোকেশন: বনানী রোড ১১
আইটেম: চিকেন স্টেক মিল
প্রাইস: ৩৯০+ ১৫% ভ্যাট
ফুডবুকের ফ্রি অফার চলবে সম্ভবত আরও ২ দিন।