গরমে ঘুরতে যাবার কিছু ঠিকানা

in #darjeeling2 years ago

FB_IMG_1681296066656.jpg

1.দাওয়াইপানি: উত্তরবঙ্গের আনাচে কানাচে অনেক নতুন নতুন জায়গা উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হল দাওয়াইপানি। একেবারে দার্জিলিং পাহাড়ের উল্টোদিকে দাওয়াইপানির অবস্থান। এখানে রুমে বসে সারাদিন ধর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পাখিরা আপনমনে খেলা করে গাছে গাছে, আর রাত হলেই সামনের দার্জিলিং পাহাড়ে মিটমিট করে জ্বলতে থাকে রাত জাগা আলো গুলো। বর্ষায় মেঘেরা ভেসে বেড়ায় এক পাহাড় হতে আরেক পাহাড়ে। আর শীতে কখনো কখনো তুষারপাত। এই নিয়েই দাওয়াইপানি।

  1. বাঁশবাড়ি: দার্জিলিংয়ের বিজনবাড়ির সন্নিকটে অবস্থিত এই বাঁশবাড়ি। যদি প্রকৃতি দর্শনই আপনার বেড়ানোর প্রথম কারণ হয় তবে এই জায়গা একবার হলেও ঘুরে আসুন। 10একর ফার্ম তার মধ্যে জঙ্গলের মাঝে খাদের ওপর এই বাঁশবাড়ির বাম্বু হাট। বাঁশবাড়ি নামের মূল কারণই হল বাঁশ দিয়ে থাকার ঘর থেকে শুরু করে, খাট, বসার চেয়ার, বাথরুমের ফিনিসিং সবই বাশঁ দ্বারা নির্মিত।।

আশে পাশে ঘুরে দেখতে পারেন বিজনবাড়ি, জামুনি তবে এই বাঁশবাড়ি থেকেই সামনে চংতং পাহাড়ের চায়ের বাগান আর তার সাথে মেঘের খেলা দেখতে দেখতে সারাদিন এমনি কেটে যাবে। সঙ্গে রয়েছে ফার্মের সুস্বাদু খাবার।