বিটকয়েন হল রাজা
বিটকয়েন ছাড়াও বর্তমানে ১ হাজারের অধিক ক্রিপ্টো কারেন্সী আছে। ক্রিপ্টো কারেন্সী মার্কেটকে যদি একটি রাজত্ব হিসাবে কল্পনা করেন তবে সেই রাজত্বের রাজা হচ্ছে বিটকয়েন। আপনার কাছে বিটকয়েন থাকলে অন্য যে কোন কয়েন (ক্রিপ্টো কারেন্সী) কিনতে পারবেন।