একটা মেয়ের দুটো ছেলে গল্প

in #curation2 years ago

একটা মেয়েকে দুটো ছেলে ভালোবাসে ৷
মেয়েটার দুই ছেলে কেই ভালোলাগে
কিন্তু মেয়েটা তো দুজনকে বিয়ে করতে পারবেনা ৷
তখন মেয়েটা ঠিক করলো সে যার ঘরে
গিয়ে সুখি হতে পারবে তাকেই বিয়ে করবে ৷

মেয়ে দেখলো একজনের ধন সম্পদ কম আর একজনের বেশি তখন মেয়েটা যার সম্পদ
বেশি তাকেই ভালবাসতে শুরু করলো
আর যে ছেলেটার সম্পদ কম তাকে চলে যেতে বলল ৷

তখন সেই গরিব ছেলেটা বলল

” আমার ভালোবাসা যদি সত্তি হয় তাহলে
একদিন অবশ্যই আমি তোমাকে পাবো “

এই কথাটা বলে গরিব ছেলেটা ওখান থেকে চলে গেল ৷
কিছুদিন কেটে গেল, তারপর তাদের প্রেম আস্তে আস্তে অনেক গভীর হলো
এদিকে সেই গরিব ছেলেটা প্রতিটা
দিন মেয়েটার খবর নেয়ার জন্য তার
কাছে যায় মেয়েটা কেমন আছে তা
জানার জন্য কিন্ত যতবার ছেলেটা
মেয়েটার কাছে গেছে ততবারে
মেয়েটা ছেলেটাকে দুরদুর করে
তারিয়ে দিছে তবুও গরিব ছেলেটা
সেই মেয়েকে ভালবাসে ৷
ধনী ছেলেটি তার প্রেমিকাকে
একদিন দেখা করতে বলল এবং তারা
দুজন দেখা করলো,
কথা বলতে বলতে হঠাৎ এক সময় ধনী
ছেলেটি তার প্রেমিকাকে বললো
তারা দুজন শারীরিক সম্পর্ক করবে তখন
মেয়েটা রাজি হলোনা মেয়েটা
বলল বিয়ের আগে অমি কিছুই করবো না ৷
ছেলেটা মেয়েটাকে অনেক
রিকুয়েষ্ট করলো কিন্ত কোন ভাবেই
মেয়েটা রাজি হলোনা ৷
এভাবে প্রতিটা দিন ভুলিয়ে
ভালিয়ে ছেলেটা মেয়েকে রাজি
করার চেষ্টা করে কিন্ত মেয়েটা
রাজি হয়না ৷
এভাবে আরো কিছুদিন চলে গেল,
যতদিন যায় ততবেশি ছেলেটা নানান
ভাবে মেয়েকে রাজি করার চেষ্টা
করে কিন্ত মেয়েটার সেই এক কথা “
বিয়ের আগে আমি কিছু করবো না “
তারপর মেয়েটা খুব বিরক্ত হয়ে তাকে
বলল তোমার যদি এতই ইচ্ছা তাহলে
আমায় বিয়ে করে তারপর তোমার যা
খুশি তাই করো তখন আমি কোন
কিছুতে না করবো না ৷
তখন ছেলেটি বলল জান শুনো এখন
আমরা বিয়ে করবো না, আরো
কিছুদিন পর আমরা বিয়ে করবো ৷
মেয়েটা বলল যখন বিয়ে করবে তারপর
বিয়ের আগে হবেনা, এই বলে
মেয়েটা সেখান থেকে চলে যায় ৷
এদিকে গবিব ছেলেটা এখনও তার
ভালবাসার মানুষের খবর নেয়,
মেয়েটা তাকে কত অপমান করেছে
তবুও তাকে এখনও ভালবাসে ৷
হঠাৎ একদিন মেয়েটার মনে সেই গরিব
ছেলেটার কথা ভাবতে শুরু করলো,
মেয়েটা চিন্তা করলো গরিব
ছেলেটা যে তাকে ভালবাসে কতটুক
ভালবাসে তা একবার পরিক্ষা করা
যাক ৷ ওই যখন গরিব ছেলেটা তার
কাছে আসলো তার খবর নিতে তখন
মেয়েটা তাকে আরালে নিয়ে
গিয়ে ছেলেকে জিগাসা করলো
মেয়ে : আমায় ভালবাস?
ছেলে : হ্যা বাসি ৷
মেয়ে : কি করতে পারবে আমার জন্য ?
ছেলে : সবকিছুই করতে পারবো এমনকি
আমার জিবন ও দিয়ে দিবো ৷
মেয়ে : কোন কষ্ট না দিয়ে আমায়
সুখে রাখতে পারবে ?
ছেলে : জানিনা তোমায় কতটুক সুখ
দিতে পারবো কিন্ত আমার যত
ভালবাসা তা দিয়ে তোমার দুঃখ
গুলো ভুলিয়ে রাকতে পারবো
তারপর মেয়েটা কিছুক্ষণ চুপ থাকার পর
বলল শুনো আমি এখন তোমার সাথে
শারিরীক সম্পর্ক করবো তারপর তুমি
চলে যাবে আর কোনদিন আমার
সামনে আসবে না কারণ তুমিতো
আমার সব কিছু পেয়ে যাবে তারপর
তো আর আমাকে তোমার কোন
প্রয়োজন নেই তাই না ?
এই কথা শুনে ছেলেটা বলল শুনে মেয়ে
” আমি তোমাকে ভালোবাসি
তোমার দেহ কে নয় ৷ তুমি যদি আমার
সাথে শারিরীক সম্পর্ক করতে চাও
তাহলে আমায় বিয়ে করে তারপর
করো ৷ আমি কোন পাপ করতে চাইনা
ছেলেটার মুখ থেকে এই কথা শুনে
মেয়েটা খুবই আচ্যার্য হয়ে গেল,
মেয়েটা মনে মনে ভাবলো আমি
যার সাথে প্রেম করি সে নিজেই
আমার সাথে শারীরিক সম্পর্ক করতে
চাইছে আর আমি এই ছেলেকে
করতে বলছি কিন্ত এই ছেলে এসব কি
বলে ৷
মেয়েটা তাকে কিছু না বলে চলে
গেল এবং ছেলেটাও সেখান থেকে
চলে আসলো ” ওই দিন তাদের মধ্যে
আর কোনো কথা হলনা ৷
তারপর রাতে মেয়েটাকে তার
লাভার ফোন দিয়ে কথা বলতেছে” যা
কিছুই জিগাসা করুক আর না করুক তার
মুখে একটা কথা আছেই সে শারিরিক
সম্পর্ক করবে ৷
মেয়েটা আবারো না করাতে
ছেলেটা তখন মেয়েকে বুঝাতে
লাগলো ” ছেলেটা বলতেছে জান
তুমি আমার সাথে এখন করলে ক্ষতি
কি ? আমিতো তোমাকেই বিয়ে
করবো ৷
মেয়েটা আবারো না করাতে
ছেলেটা রাগ করে বলল বুঝছি আসলে
তুমি আমায় ভালবাসনা ” তুমি যদি
আমায় ভালবাসতে তাহলে আমার
কথা রাখতে তুমি আমায় ভালবাসনা
তাই আমার কথা রাখনা ৷
এই কথাটা শুনে মেয়েটা অনেক কষ্ট
পেল , আসলে কিন্ত মেয়েটা তাকে
অনেক ভালবাসে কিন্ত আজ তার
মুখে এমন কথা শুনে মেয়েটার মন
ভেঙ্গে গেল ৷
মেয়েটার মন ভেঙ্গে গেছে তা
জানার পরও ছেলেটা তাকে
আবারো সেই এক কথাই বলল ৷ তখন
মেয়েটা তার মন শক্ত করে
ছেলেটাকে বলল আচ্ছা ঠিক আছে
আমি তোমার কথায় রাজি ” বলো
কবে কোথায় আসতে হবে ?
এই কথা শুনে ছেলের খুশির কোন সিমা
নেই ” তখন ছেলেটা একটা হোটেলের
নাম বলল আর বলল কালকেই করবে ৷
মেয়েটা বলল ঠিক আছে ৷ এই বলে
ফোনের লাইনটা কেটে দিলো,
কিছুক্ষণ পর মেয়েটা সেই গরিব ছেলের
কাছে ফোন দিয়ে বলল কালকে তার
সাথে দেখা করতে, ছেলেটা বলল
ঠিক আছে ৷
পরদিন সকালে মেয়েটা ঘুম থেকে
উঠে সুন্দর মত ফ্রেশ হয়ে নাস্তা করলো
তার কিছুক্ষণ পর তার লাভার ফোন
দিয়ে জানতে চাইলো কখন আসবে
তখন মেয়েটা বলল এইতো এখনি বের হব ৷
এই কথা শুনে সে সাথে সাথে সেই
হোটেলে চলে আসলো এবং
মেয়েটার জন্য অপেক্ষা করতে
লাগলো ৷
এদিকে মেয়েটি সেই গরিব ছেলের
কাছে গেল এবং তাকে নিয়ে
সোজা কাজী অফিসে গেল এবং
দুজনে বিয়ে করলো ৷ ৷ ৷
.
( ছেলেটা একদিন
মেয়েটিকে বলেছিল ” আমার
ভালবাসা যদি সত্তি হয় আমি
তোমাকে একদিন পাবো
OIP (9).jpg