Bangladesh cricket team
গত এশিয়া কাপে ফাইনালে খেলেছিল বাংলাদেশ-ভারত। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও ফাইনালে খেলবে বাংলাদেশ-ভারত। গতকাল সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে এলো বাংলাদেশ। এটা নিয়ে তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল টাইগাররা। অবশ্য প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করে চ্যাম্পিয়ন ভারত। ফলে শুক্রবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ফাইনালে উঠার জন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল অনেক গুরুত্বপূর্ন। গুরুত্বপূর্ন এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ২৩৯ রান। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গেট ছিল ২৪০ রান। টার্গেটটা বড় না হলেও টাইগার বোলারদের সামনে ২০২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। আর পাকিস্তানকে বিদায় করে ফাইনালে ওঠে বাংলাদেশ। পাকিস্তান ৯ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত করতে পারে ২০২ রান। দলের পক্ষে শাহীন ১৪ রানে অপরাজিত ছিলেন।