মুশফিকের অসাধারণ ব্যাটিং
মুশফিক আজকে যে ব্যাটিং করেছে পাকিস্তানের বিরুদ্ধে সেটি আসলেই তো ভালোই ছিল। যদিও সে 99 রান করে আউট হয়ে গিয়েছে সে দলের একদম বিপর্যয়ের মুখে এসেছিল যখন বাংলাদেশ 18 রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে 12 রানি সম্ভবত। যাই হোক সেই মুহূর্তে মুশফিক জিভাবে বিপদের মুখ থেকে বাংলাদেশকে ইনিংস উপহার দিয়ে বাংলাদেশকে 200 উপরে নিয়ে গেছে এটাই অনেক বিশাল ব্যাপার তার সাথে মিথুন তাকে পার্টনারশিপ দিয়ে জানের একটি অসামান্য সুন্দর ইনিংস খেলেছে।
তবে টপ অর্ডার ব্যাটসম্যান দের নিয়ে আমি খুবই হতাশ এমন কোন ম্যাচ দেখলাম না যেখানে দ্বারা ভালো পারফর্ম করেছে শুরুতেই তাদের উইকেট পড়তেই হবে এটা যেন নিয়মে দাঁড়িয়েছে। আরে ভাই তোরা তো ওপেনার ব্যাটসম্যান তোদের কা জিতে ব্যাটিং করার তরাই ভাবে আউট হলে কেমনে হয় তালে বলার আর তব মধ্যে পার্থক্য কী বলা ও দর্শন করে তারাও 34 রান করে আউট হন ওরে নানি আরেকটা বোলারের নাম আই কারণ সে তো আউট হই বই।
আসলে যদি আজকের তামিম এবং সাকিব খেলতো এবং সাকিবের ফ্রম যদি ঠিক থাকতো তাহলে আমি কিন্তু 39 রান করেছে হ্যাঁ 250 260 করলে জিনিসটা সুন্দর হতো তারপর আমি বলবো বাংলাদেশের ক্যাপাবিলিটি আছে 239 রান কে বিট করার। কিন্তু ক্রিকেট হচ্ছে অনেক সাধের খেলা এবং পাকিস্তান হচ্ছে সবচেয়ে আনপ্রেডিক্টেবল টিম বলা যায় না আসলে কি হয় তোকে আলা দেখি ভাই।