বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে কবে?

in #cricket7 years ago

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে কবে? চট করে মনে করা কঠিন। ২০১৬ সালের অক্টোবরে, আফগানিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২০১৫ সালের এপ্রিল, পাকিস্তানের বিপক্ষে। টেস্ট সিরিজ তো আরও আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের নভেম্বরে। দেশ কিংবা বিদেশে সিনিয়রদের সিরিজ জেতা কঠিন হলেও একটা সময় জুনিয়ররা এটিই ডাল-ভাত করে ফেলেছিলেন!

cropped-bdcricket1.jpeg

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি—এই এক বছরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দেশ-বিদেশে ছয় সিরিজের পাঁচটিই জিতেছিল বাংলাদেশ। দেশের মাঠে অনুষ্ঠিত ২০১৬ যুব বিশ্বকাপে তৃতীয় হয়েছিল, যেটি বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বোচ্চ সাফল্য। মিরাজদের ‘ব্যাচ’টা বয়সভিত্তিক ক্রিকেটের আঙিনা ছাড়ার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটা এলেবেলে।

যে দলটি কিছুদিন আগে যুব বিশ্বকাপ খেলে এল, এই দলটা গত দুই বছরে কোনো সিরিজই জিততে পারেনি। ব্যর্থতায় কেটেছে দুটি এশিয়া কাপ। এমনকি দেশের মাঠে আফগানিস্তানের কাছেও বাজেভাবে সিরিজ হেরেছে তারা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ যুব বিশ্বকাপে দু-একটি একক নৈপুণ্য ছাড়া দল হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স খুব একটা দেখা যায়নি। ষষ্ঠ হওয়ার সান্ত্বনা নিয়ে ফিরেছে সাইফ হাসানের দল। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের এক সিনিয়র খেলোয়াড় বড় আফসোস নিয়ে বলছিলেন, ‘আমাদের যুব ক্রিকেটের ইতিহাসে এটাই বোধ হয় সবচেয়ে বাজে দল!’

যেটা চলে গেছে, সেটা নিয়ে ভেবে আর কী লাভ! বিসিবি চেষ্টা করছে ২০২০ যুব বিশ্বকাপ সামনে রেখে নতুন দল তৈরি করতে। বয়সভিত্তিক ক্রিকেটে আপাতত বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলটি ভারত সফরে আছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, দলটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে তিনটি তিন দিনের ম্যাচ খেলবে। আফগানিস্তানের হোম ভেন্যু এখন দিল্লি। ১০ মার্চ আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে দিল্লিতে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।