কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ০৪ - প্রথম সমুদ্র স্নান

in #coxbazar4 months ago

কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ০৪ -
"প্রথম সমুদ্র স্নান"

গত পর্বের পর...

আমাদের হোটেল থেকে সমুদ্র মাত্র পাঁচ মিনিটের হাঁটার পথ। খুব এক্সাইটমেন্ট নিয়ে সবাই মিলে একসাথে বের হলাম। মনে হচ্ছিল কখন সমুদ্রে পৌঁছাব। লিফটের সামনে এসে দেখি প্রচুর ভিড়। লিফটের লাইনে দাঁড়িয়ে ভাবছিলাম কখন যাব, আর তর সই ছিল না। অবশেষে লিফট আসলো এবং আমরা সবাই এক লিফটে উঠে আট তলা থেকে নেমে পায়ে হেঁটে সমুদ্রের দিকে রওনা দিলাম। প্রথমবার সমুদ্রের সামনে সমুদ্রের বিশালতা দেখে পুরো চোখটা জুড়িয়ে গেল। কত বড় আর বিশাল প্রান্ত, অগণিত ঢেউ একের পর এক আছড়ে পড়ছে। কি যে একটা ফিলিং বলে বোঝানো যাবে না।

20241029_122203.jpg

তারপর যে যার মোবাইল হ্যান্ডব্যাগ মানিব্যাগ আর জুতা গুলো এক জায়গায় রেখে আমরা সবাই দৌড় দিলাম সমুদ্রের দিকে। প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল কাছাকাছি যেতে। আস্তে আস্তে যখন ঢেউ আস আসা শুরু করলো অনেক ভালো লাগছিল এবং ভেতরের দিকে আগাচ্ছিলাম।

20241029_130024.jpg

সমুদ্রের বড় বড় ঢেউগুলো যখন এসে শরীরের সাথে লাগছিল, মনে হচ্ছিল পুরো শরীরটা এলিয়ে ঢেউয়ের উপরে। সকাল থেকেই তিনটা মেঘলা ছিল। তোর রীতিমতো হঠাৎ করে হালকা বৃষ্টি নামলো। সমুদ্রের ঢেউ ভাসছি এর মধ্যে নামলো বৃষ্টি কি যে একটা আনুভুতি...!!

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনকক্সবাজার, বাংলাদেশ

প্রায় দুই ঘন্টা সমুদ্রে ভিজলাম। তারপর একে একে সবাই উঠে হোটেলের দিকে যাওয়ার প্রস্তুতি নিলাম। জীবনে প্রথম সমুদ্রে গোসল সত্যিই অসাধারণ এক অনুভূতি ছিল।

চলবে...