করোনা ভাইরাস
এই করোনা ভাইরাস আত্ম উপলব্ধির সুযোগ করে দিয়েছে | যখন বোঁঝা হয়ে পড়বেন , তখন আপনি কারো জন্য সুখকর নন, সেটা আপনার জন্মভূমি কিংবা জন্মস্থান হতে পারে, আপনজন ও হতে পারে | দীর্ঘদিন প্রবাসে বসবাস করে, নিজের ফ্যামিলি সন্তানদের অগ্রাধিকার না দিয়ে ঘুম থেকে উঠেই যারা দেশ দেশ করতেন, এই ভাইরাস তাদের যেমন শিক্ষা দিয়েছে, তেমনি শিক্ষা পেয়েছেন দেশে যারা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করার পূর্বেই পশ্চিমা দেশে আসার চিন্তা করেন | যেখানে যেভাবে আছেন, ভালোই আছেন | ওখানেই ভালো কিছু করার চিন্তা করুন | আপনার চারপাশে যা কিছু ঘটছে, তা থেকেই শিক্ষা গ্রহণ করুন, তা না হলে ভাইরাস যাবে- আসবে, তবুও দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হবেনা...