এবার ক্ষিতি গোস্বামী কন্যা বসুন্ধরা গোস্বামী অজন্তা বিশ্বাসের
এবার ক্ষিতি গোস্বামী কন্যা বসুন্ধরা গোস্বামী অজন্তা বিশ্বাসের পাশে দাড়িয়ে বলেছেন যে সিপিআইএম স্ট্যালিনিস্ট মৌলবাদী দল। দু'দিন আগে আমি বলেছিলামনা, এখানকার বর্তমান বামপন্থীরা রাজনৈতিক কাল্ট তৈরী করা ছাড়া কিছু করেনা? আমি সবসময় এত সঠিক কথা কেন বলি? 😆😉 আগেই বলেছি, এই বামপন্থী রাজনৈতিক সংগঠনদের কাছে রাজনৈতিক উগ্রতা টাই হল ধর্ম, বিজেপির কিংবা ওয়েসি'র এআইএমআইএম র কাছে যেমন ধর্মান্ধ দাঙ্গাবাজি উগ্রপন্থীতাই হল ধর্ম । সেইজন্যই এই বামপন্থী সংগঠনগুলোয় 'পলিটব্যুরো' বলে একটি অফিস আছে, অনেকটা নাৎসীদের মিনিস্ট্রি অফ প্রোপাগান্ডা -র মতো কিংবা জর্জ অরওয়েলের ১৯৮৪-র মিনিস্ট্রি অফ ট্রুথ আর মিনিস্ট্রি অফ লাভ -এর মতো।😏সিপিআইএম আর কংগ্রেস দুজনেরই নিজেদের সর্বশক্তিমান ভেবে দাদাগিরি করার স্বভাব আছে।