ক্লে'র রংধনু

in #cly6 days ago

হুমায়রা আমার বড় বোনের মেয়ে। সবসময়ই আকাআকি করার অনেক শখ। ও ক্লাস থ্রিতে উঠবে এবার। মাদ্রাসাই পড়াশোনা করে। ওর স্কুলে সকালে থাকে এইজন্য ওর বাবা স্কুলে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যায়।এটাই হয় ওর সুযোগ। মার সাথে গেলে তো এটা ওটা বায়না করলে কিনে দেয় না। বাবার সাথে গেলে জামাই না করে তাই কিনে দেয়। আমার সাথে যায় আর কতদিন বায়না ধরে বাধা এটা কিনে দাও ওটা কিনে দাও। কিছুদিন আগে আসার সময় ক্লে কিনা নিয়ে এসেছে। ক্লে এনে সে তো খুব খুশি। তো আমরা কেউই গুরুত্ব দিয়ে নিজে খেলা করে নষ্ট করে ফেলবে। স্কুল থেকে এসে আবার ওর প্রাইভেট থাকে। থেকে এসে দুপুরে বসে পড়া এগুলো নিয়ে। টেবিলে বসে টুকটুক করে এগুলো বানায়।

Messenger_creation_E7001334-08C2-44BC-9567-8943E5097637.jpeg

সবগুলো বানিয়ে একদিন আমার কাছে এনে দেখাচ্ছে দেখো দেখো এগুলো আমি বানিয়েছি। আমি তো দেখে পুরাই অবাক এত সুন্দর করে এগুলো বানানো যায়? তারপর আমার ভাবলাম যাই বলেই তো বানিয়েছে গাধার মত কি ভাবছি। ইজি মনে হচ্ছে আসলে এতটাই ইজি ছিল না ওর জন্য। এগুলো আগে কখনোই বানাইনি তারপরও সুন্দর করে বানিয়েছে। সবই আসলে চেষ্টা।আমরা চেষ্টা করলে সব কাজই করতে পারি। আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছে এবং এমন কোন কাজ দুনিয়াতে নেই যে কাজটা আমি পারবো না চেষ্টা করলে মানুষ সবই পারে। চেষ্টা এবং ধৈর্য ধরে কাজের উপর লেগে থাকতে হবে তাহলে জীবনে আসবে সফলতা।

যখন নতুন কোন কাজ হঠাৎ করে আমাদের দেয়া হয় বা পরিবেশে যাই নতুন কোন খুব সহজেই আমরা বলে দেই যে এটা আমরা পারবো না। কিন্তু আমরা ভুল করি।সফলতার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ও কিন্তু খুবই ছোট কিন্তু আগে এগুলো কখনোই করেনি কিন্তু তারপরও চেষ্টা এবং একাত্মতা ওকে কাজটা করতে সাহায্য করেছে। বাচ্চাদের থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সবার উচিত এরকম ধৈর্য ধরে কোন কাজের সাথে লেগে থাকা