ধূসর মেঘের নগরে - ছোট গল্প: ১৬

in #cloud2 months ago

আমার লেখা ছোট গল্প - ১৬
"ধূসর মেঘের নগরে"

দিনটা ছিল অনেক মেঘলা। আকাশের ঈষাণ কোনে কালো মেঘগুলো যেনো থমকে দাঁড়িয়ে ছিল এক মনে। ছোট্ট মেয়ে আনায়া। সে জানালার ধারে বসে বাইরের মেঘের দিকে তাকিয়ে ছিল, আজ তার মনটা কেমন যেনো অস্থির হয়ে আছে।

20240910_175806.jpg

আনায়ার আজ স্কুলে যাওয়ার ইচ্ছে একেবারেই ছিল না, মেঘলা দিনের মতো তার মনও যেনো কালো মেঘে ভারী হয়ে ছিল।

মা এসে আনায়াকে বলল, "বৃষ্টি নামলেই আমরা একসাথে বারান্দায় বসে চা খাবো, ঠিক আছে?" আনায়া একটু হেসে মাথা নেড়ে মায়ের কথায় রাজি হলো।

কিছুক্ষণ পর সত্যি সত্যি বৃষ্টি নেমে গেল। মা আর আনায়া বারান্দায় বসে বৃষ্টির রিম ঝিম শুনতে শুনতে একসাথে চা খেলো ওরা। মেঘলা দিনটা হঠাৎ করেই মনের আকাশে রোদের মতো আনন্দ হয়ে ছড়িয়ে উঠলো।