যেনতেন প্রকারে’ রায় দিলে জনগণ তা মেনে নেবে না-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য

in #bnp8 years ago

এ ধরনের বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতারা আদালতকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
শনিবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, “৮ ফেব্রুয়ারি রায় কী হবে, এর আগেই বিএনপি রায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। রায় তাদের পক্ষে না গেলে... তারা আদালতকে হুমকি দিচ্ছে।
যেনতেন রায়ের অর্থটা কী? বাংলাদেশের আদালতের রায়কে মির্জা ফখরুল কি এভাবে খাটো করছেন? আমি মনে করি, তার এই মন্তব্য আদালত অবমাননার শামিল।”
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদে সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।