সাকুলেন্ট হলো উপকারী ও সৌন্দর্য বৃদ্ধিকারী গাছ।।

in #blog18 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

সাকুলেন্ট একটি বিখ্যাত গাছ। যারা বাগান বিলাসূ তাদের বাগানে একটি সাকুলেন্টের গাছ থাকবে না এমনটা হতেই পারে না। প্রতিটা বাগান বিলাসদর বাগানে থাকে সাকুলেন্ট গাছটি। এটিতে কোন ধরনের ফুল না ধরলেও এটি দেখতে খুব সুন্দর হয়ে থাকে। আর এর পাতা থেকে এর বংশ বিস্তার করতে করতে পারে। আমাদের দেশে এই গাছটি খুব দেখা যায়। বিশেষ করে শহরের বসতবাড়িগুলোতে বেলকনিতে ফুলের টপে ঝুলিয়ে রাখতে দেখা যায় এ গাছগুলো। এটি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে।

IMG20240904181740.jpg

বাগান করতে আমার খুবই ভালো লাগে, গাছপালার সাথে সম্পর্ক করলে যেন মনের মাঝে আলাদা আনন্দ পাওয়া যায়। তাই যখন প্রকৃতির মাঝে যাই। তখনই যেন মনের মাঝে একটা তৃপ্তি কাজ করে। আরে সাকুলেন্ট গাছগুলো অনেক সুন্দর হয়ে থাকে। এই গাছগুলো পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে। ফলে গরমের সময় ঘরের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহ করে। তাই শহর অঞ্চলের বাড়িগুলোতে এই কাজগুলো অনেক বেশি দেখা যায়। এই গাছগুলো কয়েক ধরনের হয়ে থাকে, এর বিভিন্ন জাতি রয়েছে। কিছু গাছের পাতা অনেক মোটা হয়, আবার কিছু গাছের পাতা অনেক পাতলা হয়। এই গাছগুলো আমাদের এশিয়াতে অনেক বেশি পাওয়া যায়।

IMG20240904181739.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে

সর্বোপরি এটি একটি খুবই উপকারী গাছ। গাছপলাই আমাদের পরিবেশকে রক্ষা করে থাকে। আর এ সকল গাছের মাধ্যমে আমরা বিশুদ্ধ অক্সিজেন পেয়ে থাকি। তাই বাড়ি আশপাশে কোন মুক্ত স্থান থাকলে সেখানে এ ধরনের কাজগুলো লাগিয়ে রাখতে পারেন। যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য আরও বেশি রক্ষা পাবে। আমরা শান্তিতে বসবাস করতে পারবো, এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবো।

ধন্যবাদ