সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সিআর হিসাবে আমি আর রুপা বিজয়ী হয়েছি।।

in #blog2 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

মহান আল্লাহতায়ালার দরবারে অশেষ শুকরিয়া যার অশেষ কৃপায় এত বড় একটি প্রতিষ্ঠানের একটি ক্লাসের রিপ্রেজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এই নির্বাচনের পথটি কোনভাবেই সহজ ছিল না। আমাদের মোট প্রতিদ্বন্দ্বী ছিল নয় জন। এরপরও ক্লাসের সকলের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি।

IMG20241121111444.jpg

এত বড় একটি প্রতিষ্ঠানে নিজেকে এমন উচ্চ আসনে দেখব এটা ছিল কল্পনা মাত্র। তবে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা সব সময় আমার ভিতরে ছিল। সেই থেকেই কলেজে বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে খুবই গুরুত্ব তার সাথে কাজ করে চলতেছে। আমরা যে কয়জন প্রার্থী ছিলাম সকলেই বিজয়ী হওয়ার মতন যোগ্যতা ছিল।

IMG20241121111424_BURST001_COVER.jpg

আমাদের ভোট গণনার পদ্ধতি ছিল দুই ধরনের, প্রথমত সাধারণ শিক্ষার্থীদের ভোট। দ্বিতীয়তঃ সি আর প্রার্থীর বক্তব্যের উপর নাম্বার। তৃতীয়ত মনোনয়ন দরখাস্তের উপর একটি মার্ক। আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি প্রথম স্থান অর্জন করি। এবং যে বিষয়টা সব থেকে ভাল লাগছে সেটি হল আমার সহপাঠীদের আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে অনেক ভোট দিয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে এখন আমি আর রুপা আমাদের ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টার। আমরা দুজন ম্যামের সাথে খুব ভালোভাবে কথা বলি কিভাবে আমাদের সামনের কাজগুলো সুন্দর ভাবে গুছিয়ে নেওয়া যায়।

IMG20241121111410.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা,বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আমাদের ক্লাসের ম্যামরা অনেক আন্তরিক। যেকোনো সমস্যা হলে আমরা ম্যামের বা স্যারদের শরণাপন্ন হই। এবং তাদের থেকে সুন্দর একটি সমাধান পাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিনগুলোতে দায়িত্বের সাথে আমাদের কাজ করো করে যেতে পারি। এবং তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট কে একটি সুশৃংখল ডিপার্টমেন্ট হিসেবে গড়ে তুলতে পারি। এটা শুধু আমার একার কাজ না এটা আমার ডিপার্টমেন্টের সকল সহপাঠীদের সহযোগিতায় করা সম্ভব। একটি প্রবাদ আছে দশে মিলে করি কাজ হারে যেতে নাহি লাজ। সেই প্রবাদকে সামনে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

ধন্যবাদ।।