আজ আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এর প্রথম সেমিনার অনুষ্ঠিত হলো।

in #blog3 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এর প্রথম সেমিনার অনুষ্ঠিত হলো।

বিষয়: "স্বাধান বাংলাদেশে গণ-অভ্যুত্থান এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ"
তারিখ: ২৩জানুয়ারি২০২৫
স্থান: শহীদ বরকত মিলনায়তন।

রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের উদ্যোগে আজ প্রথমবারের মতো একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অতিথিদের উপস্থিতিতে অত্যন্ত সাফল্যের সঙ্গে শেষ হয়।

IMG20250123120544.jpg

IMG20250123095416.jpg

সেমিনারটি উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ শিল্পী রানী মন্ডল । তিনি স্বাগত বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব এবং এ ধরনের সেমিনারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

IMG20250123100421.jpg

সেমিনারের মূল বিষয় ছিল "স্বাধান বাংলাদেশে গণ-অভ্যুত্থান এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ"। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মোসাম্মদ আসমা বেগম, যিনি রাষ্ট্রবিজ্ঞানের উপর তার গবেষণা ও অভিজ্ঞতা শেয়ার করেন।

সেমিনারে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হয়:
1.গণঅভ্যুত্থানের ফলে একটি রাষ্ট্রের কাঠামো কিরূপ হয়।
2.আধুনিক রাজনৈতিক চ্যালেঞ্জ।
3.একটিগণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের গণঅভ্যুত্থান গুলোর ফলে, বিশেষ সংকটে দেখা দেয়।
ছাত্র-ছাত্রীরা তাদের প্রশ্ন এবং মতামতের মাধ্যমে সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের আগ্রহ এবং অংশগ্রহণ সকলকে মুগ্ধ করে।

IMG20250123095422.jpg

অনুষ্ঠানের মাঝে তোর জন্য নাস্তার অবস্থা থাকে। সকলের জন্য একটি করে ড্রাই কেক ও দুইটি করে চকলেট দেওয়া হয় ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে। যেগুলো পেয়ে আমরা খুবই উৎসাহিত ছিলাম।

IMG20250123105427.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এ.কে.এম কামাল হায়দার স্যার। তিনি ভবিষ্যতে আরও এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক এবং জ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞতা ছিল। এটি রাষ্ট্রবিজ্ঞান চর্চার প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা যায়।

ধন্যবাদ।।