বিকেল বেলা গ্রামীণ প্রকৃতির মনোরম দৃশ্য

in #blog19 hours ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বাংলার গ্রামবাংলা যেন প্রকৃতির আঁকা এক অসাধারণ চিত্রপট। বিকেল বেলা সেই চিত্রপটে যোগ করে এক অনন্য রূপ। সূর্যের সোনালি আলো যখন ধীরে ধীরে পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন গ্রামজীবনের নিস্তরঙ্গ সৌন্দর্য যেন আরও ফুটে ওঠে।

IMG20240817173849.jpg

গ্রামের খোলা মাঠে শিশুরা আনন্দে মেতে ওঠে। কোনো দল পিঠে ব্যাট নিয়ে ক্রিকেট খেলছে, আবার কেউ গোল্লাছুটে ব্যস্ত। নারীরা উঠোনে বসে কাঁথা সেলাই করছেন, আর কেউ কেউ ঘরের কাজ শেষে পুকুরপাড়ে আসেন। পুকুরের স্বচ্ছ জলে বিকেলের রঙিন আকাশের প্রতিচ্ছবি যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি।

IMG20240817173848.jpg

নদীর পাড়ে গাছের ছায়ায় রাখালরা গরুর পাল নিয়ে বসে আড্ডা দেয়। বিলে পানকৌড়ি ডানা ঝাপটায়, আর ধানক্ষেতে বাতাসের দোলা মনকে এক প্রশান্তি এনে দেয়। কোথাও কোথাও জেলেরা মাছ ধরার জাল নিয়ে নদীতে নেমে পড়ে। দূরে সাঁঝের আলোয় গ্রামের মসজিদের মিনার যেন এক আলোকিত পথচিহ্ন।

IMG20240817173815.jpg

গাছের ডালে পাখির কূজন, বটগাছের নিচে গ্রামের প্রবীণদের গল্প-আড্ডা, আর মাটির ঘরের চুলায় ধোঁয়া ওঠা—সব মিলিয়ে বিকেলের গ্রামীণ পরিবেশ যেন প্রকৃতির এক সুরেলা গান। এই সময় প্রকৃতির নিবিড়তা ও শান্তি যে কারও মনকে ছুঁয়ে যাবে।

IMG20240817173641.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
গ্রামের এই বিকেলের প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মিশে থাকার আনন্দ। এটি শুধু নয় একটি দৃশ্য, এটি এক অনুভূতি, এক অনুপ্রেরণা।

#ধন্যবাদ।।