সবাই এক সাথে সত্যের আওয়াজ তুলি।।

in #blog5 days ago (edited)

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

একবার তিনি মক্কার একটি পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেন। তারপর মক্কার অধিবাসীদের ডাক দিলেন। তাঁর ডাক শুনে মক্কার লোকেরা দ্রবত সেই পাহাড়ের পাদদেশে সমবেত হলো। কারণ, এটি ছিল একজন সত্যবাদী ও বিশ্বস্ত মানুষের ডাক। সকলে সমবেত হওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আমি যদি বলি, এই পাহাড়ের পেছনে এক বিশাল বাহিনী প্রস্তুত। তারা অচিরেই তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল, কেন বিশ্বাস করবো না! আপনি কোনো দিন মিথ্যা বলেননি। তাছাড়া পাহাড়ের

IMG20240904172955_01.jpg

পেছন দিকটাও আপনার নজরে আছে। তারপর তিনি তাদের ইসলামের দাওয়াত দিলেন, মূর্তিপূজা পরিত্যাগ করতে বললেন এবং পরকালে জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক করলেন।

IMG20240904173030.jpg

মানুষের একটা দুর্বলতা

IMG20240904173004.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে
মানুষের একটা দুর্বলতা হচ্ছে, তারা পূর্বপুরুষদের ভ্রান্ত ধারণা-বিশ্বাস ও রীতি-প্রথা অন্ধের মতো মেনে চলে। তারা জ্ঞান দিয়ে বিবেচনা করতে চায় না, বরং পূর্বপুরুষদের মতবাদ অবলম্বন করে চলতেই বেশি পছন্দ করে। জ্ঞান-বিবেক দ্বারা কোনো কিছু শোনার বা বোঝার চেষ্টা করে না।

আল্লাহ হাফেজ।।