কাটার মুকুট ফুল: প্রকৃতির এক অনন্য রত্ন।। প্রথম পর্ব।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
কাটার মুকুট হল একটি উদ্ভিদ জাতীয় গাছ। এই গাছটির ইংরেজি নাম হলো Euphorbia milii। পৃথিবীর অনেক দেশে এটি শুভাময় উদ্ভিদ হিসেবে পরিচিত। এরে দৃষ্টিনন্দন ফুল এবং কাটাযুক্ত গাছের জন্য এটি স্বতন্ত্র। এটি নিজে নিজেকে সংরক্ষণ করতে সক্ষম। এবং এর ফুল পরিবেশের সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে দেয়।
উৎপত্তি ও বিকাশ
কাটার মুকুট ফলটির আদি নিবাস হলো মাদাগাস্কার। পরে এটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রীষ্মকালীন দেশগুলোতে। এই ফুলটি একটি গ্রীষ্মকালীন ফুল । ঘর সাজানো এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুলটি ব্যপক হারে চাষ করা হয়।
কাটার মুকুট গাছের বৈশিষ্ট্য।
কাটার মুকুট গাছের পাতা গুলো সবুজ ও সরল হয়ে থাকে। গাছের ডালের ধারালো কাটা থাকে। যে কাঁটাগুলো বিভিন্ন প্রাণীর থেকে রক্ষা করে। এ ফুলগুলো সাধারণত লাল গোলাপি সাদা রঙের হয়ে থাকে। আর এই ফুলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই ফুলগুলো সারা বছর ধরে ফুটে থাকে। যা ফুলপ্রেমী মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এটি একটি স্থল উদ্ভিদ, এটি পানি সংরক্ষণ করতে সক্ষম হয়। যার ফলে শুকনা পরিবেশ ও এটি খুব সুন্দর ভাবে বেঁচে থাকে। এটি ধর্মীয় সাংস্কৃতিক ক্ষেত্র ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে খ্রিস্টানরা যে ফলটি খুব বেশি ব্যবহার করে, তারা এই ফুলগুলোকে যীশুখ্রীষ্টের মাথার মুকুট হিসেবে জেনে থাকে। এবং তাদের কাছে এই ফুল গাছটি খুব তাৎপর্যপূর্ণ।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |