সুশিক্ষার নেই বিকল্প

in #blog2 years ago

,


শিক্ষক ছিল যে সর্বদা,
আজ কেনো তার,
নেই মর্যাদা।
পেছনে তোরা দিস কেন গালি,
বলে হারামজাদা।

কি শিখিলি, কি শিখালো,
কি বুঝিলি বল।
পিতৃতুল্য স্যারের চোখে,
কে আনিলো জল।

ছাত্রদের মনে শিক্ষক ভীতি,
একসময় ছিল বেশ।
শিষ্টাচার আর নৈতিকতায়,
পূর্ণ ছিল এইদেশ।

শিক্ষকসম্প্রদায় আজ লাঞ্চিত,
শ্রদ্ধাভক্তি হতে বঞ্চিত।
বিদ্যালয়ে চলছে খেলা,
খেলা হচ্ছে দারুণ রঞ্জিত।

অভিভাবকেরা শাসক সেজে,
স্যারকে দিচ্ছে সাজা।
শাসন করতে করেছে বারণ,
ছাত্ররা সেজেছে রাজা।

ছাত্ররা ছিল নম্র ভদ্র,
সম্মান ছিল স্যারের অলংকার।
ছাত্ররা এখন নেতার ছেলে,
দম্ভে ভীষণ অহংকার।

শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ভাঙছে মেরু জাতির।
অপসংস্কৃতি বঙ্গভূমিতে এসে,
করলো ভয়ানক খাতির।

কিছু ব্যবসায়ী শিক্ষক সেজে,
ধ্বংস করলো শিক্ষার মান।
অসাধুদের অতি লোভে,
শিক্ষাঙ্গনের হলো অবমান।

ভবিষ্যতের সমাজগঠনে,
সুশিক্ষার নাই বিকল্প।
কুশিক্ষার এই আঁধার রোধে,
নিতে হবে সংকল্প।

image.png