সত্যি মানুষ

in #blog2 years ago

একজন সত্যিকারের সক্রিয় ব্যক্তি সর্বদা প্রতিটি জিনিসের জন্য সময় বের করেন৷ তিনি কখনই তাড়াহুড়ো করেন না এবং কখনই হাতের পিছনে থাকেন না৷ এমন একজন মানুষ কখনই একটি মুহূর্তও অকারণে ব্যয় করেন না৷ তিনি কখনই একটি চিঠির উত্তর না দিয়ে রাখেন না। সময় কিন্তু যখন সে একবার কোনো কাজ করার ভার নেয় তখন ভালোভাবে শেষ না হওয়া পর্যন্ত সে বিশ্রাম নেয় না।