মৃত ছবিকে জীবিত করে তুলতে "কালার গ্রেডিং" একমাত্র উপায়

in #blog8 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000030752.jpg

কালার গ্রেডিং সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, কালার বেডিং যে কত বড় একটি সেক্টর তা আসলে কেউ সঠিকভাবে না জানলে বুঝতে পারবে না। একটি ছবিকে যখন আপনি ফোনে অথবা ক্যামেরা দিয়ে ধারণ করবেন তখন সে ছবিটি দেখতে সুন্দর লাগতে নাও পারে। অর্থাৎ সোজা বাংলায় যদি আমি বলি সে ছবিটি মৃত থাকে, যখন আপনি সে ছবির উপরে কালার কারেকশন করবেন পাশাপাশি কালার গ্রেডিং করবেন, তখন সে ছবিটি জীবিত হয়ে উঠবে। অর্থাৎ ফোনে অথবা ক্যামেরা তে ছবি তোলার পর সে ছবিটিকে আরেকটু উজ্জ্বল করতে আরেকটু সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই কালার কারেকশন এবং কালেক্টিং এর কাজ হয়ে থাকে। নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালার গ্রেডিং করার পূর্বে।

1000027324.jpg

এখন আপনারা নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি কালার গ্রেডিং করার পরে।

1000030752.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে
এখন আপনারাই ভেবে দেখুন, কোন ছবিটি আপনাদের কাছে ভালো লাগতেছে। হয়তো অনেকের কাছে কালার গেডিং করার পূর্বের ছবি ভালো লাগতে পারে, কারণ সেখানে এ বিষয় না জানলে হয়, কিন্তু অনেকেরই কালার পরের ছবিটি ভালো লাগতে পারে কারণ এখানে কিছু সাবজেক্ট রয়েছে কিছু এলিমেন্ট রয়েছে যেগুলোকে আরেকটু ক্লিয়ার করার জন্য কালার রিডিং টা মূলত কাজে লাগে। আপনারা যদি একটু কালারিং শিখতে চান তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে শিখে নিতে পারবেন। অথবা চাইলে আপনারা কালার গ্রেডিং এর উপর একটি কোর্স কিনে সেটা করতে পারেন।