বিস্ময়কর রাতের দৃশ্য দেখে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গতকাল কোন কোন একটি কারণে আমি বাহিরে বের হয়েছিলাম, বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি আকাশে তাকিয়ে খেয়াল করলাম চাঁদটি সম্পূর্ণভাবে উঠেছে, এমনকি চাঁদটি দেখতে এতটা সুন্দর লাগছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এরপর আমি বাসায় ঢুকে রাত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আমি সিদ্ধান্ত নেই রাতের গভীরে আমি ছাদে গিয়ে এই চাঁদের একটি ছবি তুলব। যেমন ভাবা তেমন কাজ, রাত প্রায় দুটোর বেশি বাজে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ক্যামেরা ট্রাইপড লাইট ফোন ইত্যাদি নিয়ে ছাদে চলে যাই। যেহেতু আমার কাছে বড় টেলি ফটো লেন্স ছিল না যার কারণে আমি চাঁদের ছবি কাছ থেকে ধারণ করতে পারেনি। বেশ কয়েকভাবে ভাবলাম যে কিভাবে আমি ছবি তুললে সেটাকে দেখতে সুন্দর দেখাবে। কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না কিভাবে করে তোলা যায়।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছবি তুলবো না বরং আমি ভিডিও করব, ঠিক সেভাবে আমি আমার ক্যামেরাকে ট্রাইপোডে বসিয়ে আকাশের দিকে তাক করে সেটআপ করে নিলাম। আর আমার ভিডিও ধরন হবে Time lapse.
এই ধরনের ভিডিও গুলো আসলে মেঘ অথবা পরিবেশের সবচেয়ে ধীরস্থির বস্তুকে দ্রুতগতিতে ছোটার ক্ষেত্রে দেখানো হয় অর্থাৎ যদি সহজ ভাষায় বলি তাহলে ধীরস্থির কোন বস্তু যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে সেখানে যতটুকু সময় প্রয়োজন হয় এই মুড দিয়ে ভিডিও করলে সেটা খুব দ্রুত আকারে দেখা যায়। আমি ভিডিও করার আগে আকাশে ভালো করে তাকিয়ে খেয়াল করলাম প্রচুর মেঘ থাকার কারণে আকাশের চন্দ্র নক্ষত্রগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। পরে আর কোন কিছু না ভেবে আমি ভিডিও করা শুরু করি পাশাপাশি দু একটি ছবিও তুলেছিলাম যেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম।