আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ফুলগুলোর মধ্যে "বাগানবিলাস" অন্যতম।

in #blog3 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000047361.jpg

এই বাগান বিলাস আমাদের দেশের ফুল নয় কিন্তু এর নাম শুনে কেউ বুঝতে পারবে না যে এটা বিদেশি কোন এক ফুল। এটি আমাদের দেশে এতটা পরিচিতি লাভ করেছে এবং এতটা বিখ্যাত হয়েছে যে এটিকে দেখলে মনে হয় এটি আমাদের দেশেরই ফুল। এই বাগান বিলাসের আদি নিবাস হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং ব্রাজিল ও অন্যান্য দেশে। এই বাগান বিলাসের একটি বৈশিষ্ট্য হলো তার একটি গাছ পুরো গেটকে তার ফুলের রং দিয়ে সাজিয়ে রাখতে পারে। দূর থেকে দেখলে মনে হবে কয়েকটি গাছকে একত্র করে লাগানো হয়েছে কিন্তু বাস্তবে ঠিক আছে পুরো গেইট জুড়ে জুড়ে থাকে।

1000047360.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

বাগান বিলাস হচ্ছে এমন একটি ফুল গাছ যেটি যে কোন জায়গায় সৌন্দর্য ফুটিয়ে তোলে, হোক সেটা পথে ঘাটে হোক সেটা বারান্দায় হোক সেটা বাড়ির ছাদে হোক সেটা বাড়ির গেইটে। এ কাজটি যেখানে থাকবে সেখানে তার সৌন্দর্যকে ছড়িয়ে দেবে। আমাদের দেশে প্রায় চার ধরনের এই বাগান বিলাস ফুল গাছ রয়েছে, তারমধ্যে গোলাপি লাল সাদা এগুলো সচরাচর বেশি দেখা যায়।