ইনডোর প্লান্ট হিসেবে ফার্ন উদ্ভিদের জনপ্রিয়তা রয়েছে। পর্ব ২
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
ফার্ন হচ্ছে এমন একটি উদ্ভিদ যার কখনো ফুল হয় না। ফার্ন উদ্ভিদ নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম। এই ফার্ম উদ্ভিদকে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ইনডোর প্লান হিসেবে ব্যবহার করা হয়। তবে আপনাদের বাংলাদেশে এগুলোকে কোন মূল্য দেয়া হয় না, কারণ এগুলো বাড়ির আঙিনার আশেপাশে অথবা বিভিন্ন গাছের গোড়ায় এই গাছগুলো জন্মায়। এই গাছগুলো যেখানে জন্মায় সে জায়গাগুলো মূলত একটু ভিজা অথবা স্বেচ্ছাতা রকমের হয়ে থাকে। এই ফার্ন উদ্ভিদ মূলত তাদের বংশবিস্তার করে স্পোর মাধ্যমে। অর্থাৎ তাদের পাতার নিচের অংশে ছোট ছোট দানার মত জন্ম নেয় যেগুলো পরবর্তীতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় এই গাছের জন্ম হয়।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
দেশের বাহিরের দিকে এই গাছগুলোকে মানুষ তাদের ঘরের ডেকোরেশনের জন্য ব্যবহার করে। এই ফার্ন উদ্ভিদের প্রায় ১২ হাজারেরও বেশি প্রজাতি রয়েছে। তবে আমাদের বাংলাদেশের যেই প্রজাতি সবসময় দেখা যায় সেটার নাম আমার জানা নেই। এই ফার্ন উদ্ভিদগুলোর কিছু প্রজাতি আমাদের দেহের জন্য উপকারী।