যুগ যুগ ধরে এ দেশে নৌপথে ব্যবহার হয়ে আসতেছে "নৌকা"।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
নৌকা হচ্ছে আদিম যুগ থেকে আমাদের দেশের একটি পরিচিত যানবাহন। আমাদের বর্তমান প্রজন্মের মানুষ নৌকা চেনে না এমন খুবই কম পাওয়া যায়। আদিম যুগে ব্যবসা-বাণিজ্যের সময় লোকেরা অন্য কোন যানবাহন না থাকার কারণে নদীপথে এই নৌকা দিয়ে ভ্রমণ করতেন। তার বাণিজ্যিক উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকা দিয়ে পারাপার হতেন অথবা চলাচল করতেন। একমাত্র এই একটি নৌ যানবাহন, যেটা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসতেছে। নৌকার মধ্যে কয়েক ধরনের ভেরিয়েশন রয়েছে অর্থাৎ এক এক নৌকার একেক নাম এবং এক এক নৌকা একেক কাজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তবে গ্রাম বাংলার মানুষের কাছে সবচেয়ে বেশি যে নৌকাগুলো দেখা যায় সেটিকে বাংলা ভাষায় ডিঙ্গি নৌকা বলে।
For work I use:
ডিভাইস |
iPhone 12 Pro Max |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
ছোটবেলা যখন গ্রামে বেড়াতে যেতাম তখন নদীর ধারে এই নৌকাগুলোকে বেঁধে রাখতে দেখা যেত, বর্তমানে এই নৌকাগুলোকে ব্যবহার করা হয় শুধুমাত্র নদীর এপার থেকে ওপারে যাতায়াতের জন্য। তবে গ্রাম বাংলার মানুষ নৌকা দিয়ে অনেক কিছু ব্যবহার করেন অর্থাৎ তারা গৃহপালিত প্রাণীদের খাদ্য সরবরাহ করার জন্য নদী বেয়ে বেয়ে বিভিন্ন স্থান থেকে খাদ্য সরবরাহ করতেন। এমন আরো অনেক স্মৃতি এবং অনেক কথা এই গুলোর সাথে জড়িয়ে আছে।