প্রতিটি মানুষের প্রিয় একটি গাছ হচ্ছে বাগান বিলাস।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
বাগান বিলাস কাজ হচ্ছে আমাদের পছন্দের গাছগুলোর মধ্যে অন্যতম। এটি এমন একটি গাছ যার মাঝে আমাদের অনেক বেশি ইমোশন লুকিয়ে আছে। এই গাছটি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখা যায়। এক কথায় বলা হয় মানসিক প্রশান্তির জন্য এই গাছটি অনেক বেশি গুরুত্বপূর্ন। বর্তমানে ঢাকা শহরে অধিকাংশ মানুষই তাদের বাড়ির গেটের সামনে এই গাছগুলো রোপণ করে থাকেন। যখন বাড়িতে কোন মেহমান অথবা অতিথি প্রবেশ করেন সর্বপ্রথম এই বাগান বিলাস গাছ তাদেরকে স্বাগতম জানায়। এমন মানুষ খুবই কম রয়েছেন অর্থাৎ নাই বললেই চলে। অধিকাংশ মানুষ তাদের বাড়ির গেটে এই কাজগুলো রোপন করতে না পারলেও বাড়ির ছাদে অবশ্যই তা রোপন করে।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
বাগান বিলাস গাছের ফুল কয়েকটি রংয়ের হয়ে থাকে। যেমন লাল সাদা গোলাপি আরো নানান ধরনের। তবে বাংলাদেশে একটা রঙে দেখা যায় অনেক বেশি সেটা হচ্ছে গোলাপি রঙের ফুল। তবে বাহিরের দেশে সাদা রঙের ফুল এবং অন্যান্য আরো নানান ধরনের ফুলের রং দেখতে পাওয়া যায়। হয়তো আমাদের দেশের আবহাওয়া সাথে এই গাছটির মিল হয় না তাই এর রংগুলো অন্যরকম হয়ে থাকে আবার এটাও বললে চলে যে এদের জাতগুলো হয়তো বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে উঠতে পারে না। আপনি চাইলে আপনার বাড়ির ছাদে এই বাগান বিলাস গাছ লাগাতে পারেন।