রাতের এই কালারফুল শহর আপনাকে নতুনভাবে কিছু করার উৎসাহ করতে পারে।

in #blog12 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

রাতের এই ব্যস্ত শহর আপনাকে অনেক কিছু শিখাতে পারে। দিনের বেলায় আপনি এই শহরের একটি রূপ দেখতে পাবেন ঠিক রাতে আপনি এই শহরে অন্য একটি রূপ দেখতে পাবেন। তবে সকালের এই শহরের রূপের চেয়ে রাতের শহরের রূপটা অনেক বেশি সুন্দর্য পূর্ণ। আপনাকে বিমোহিত করার জন্য এই রাতের শহরের রূপটাই যথেষ্ট। রাতের বেলা ঢাকা শহরে আমার ঘুরতে অনেক ভালো লাগে। কারণ পথে চলার পথে নানান রঙের আলোতে পুরো শহরটা কালারফুল হয়ে থাকে। আপনি যদি কখনো উঁচু স্থান থেকে পুরো শহরটাকে দেখতে পারেন তাহলে আপনি বুঝবেন যে রাতের শহরটা কতটা সুন্দর।

1000043416.jpg

1000043417.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

কিছু কাজের জন্য বিকেলে বাসা থেকে বের হয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে পারবো। কিন্তু রাস্তায় জ্যামের কারণে ঠিক সময়ে বাসায় পৌঁছানো হলো না। এই জ্যাম হচ্ছে আমাদের শহরের সবচেয়ে পরিচিত একটি সমস্যা। রাস্তায় গাড়ি র সংখ্যা অনেক হয়ে যাওয়াতে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে না আমি বাস থেকে নেমে জ্যামের অংশটুকু হেঁটে পার হওয়ার চেষ্টা করলাম, বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি জেমস হারিয়ে আমার গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। যখন দেখলাম দেরী হয়ে যাচ্ছিল ঠিক তখনই রিক্সায় যাওয়ার সিদ্ধান্ত করে ফেলি। একটু চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব বাসার থেকে পৌঁছানোর জন্য। এভাবেই আমি আমার একটা বিকেল একটা সুন্দর স্মৃতির সাথে শেষ করি।