ব্যস্ত সময় পার করে বিকেলের কিছু সময় ঘোরাঘুরি করে অতিবাহিত করার মুহূর্ত।

in #blog3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000045555.jpg

কাজের কারণে ঠিকমতো কখনো বাহিরে যাওয়া হয় না। অনলাইন ভিত্তিক কাজগুলো এমনই হয়ে থাকে, যেখানে আপনি সারাদিন কোন একটি নির্দিষ্ট জায়গায় বসে থাকবেন এবং সে কাজটি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আপনি সেখান থেকে উঠতে পারবেন না। যার ফলে এমনও দিন যায় যে সে দিনের আলো সহজে উপলব্ধি করতে পারে না। ঠিক এমনই একটি দিন আমার এসেছিল, কিন্তু আমি এরকম একটি চিন্তা মাথায় রেখে ছিলাম যে বিকেলের আগেই আমি আমার কাজ শেষ করে একটু বাইরে ঘুরতে যাব। এবং আমি আমার মস্তিষ্ককে ঠিক সেভাবেই প্রস্তুত করে নিলাম। বিকেলের আগে আমি আমার সকল কাজ শেষ করে মুক্ত হয়ে গেলাম। এরপর আমার খালাতো ভাইকে নিয়ে আমি আমাদের বাসার কাছেরি একটি পার্কে ঘুরতে গিয়েছি। সেখানে তারা আরো কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে এসেছিল। তাদের সাথে ঘুরাঘুরি করে আমার বেশ ভালো একটা বিকেল কেটে গেল।

1000045554.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

সব সময় নিজেকে ব্যস্ত রাখলে হয় না, কিছুটা সময় নিজের জন্য বেছে নিতে হয়। আমি যদি সারাদিন একটি নির্দিষ্ট জায়গায় বসে কাজ করতে থাকে তাহলে আমার মস্তিষ্ককে আমি ওইভাবে তৈরি করতে পারব না। বিকেলে আমরা বুদ্ধিজীবীতে ঘুরতে গিয়ে বেশ মজা করলাম, এবং সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম। তার বন্ধুরা প্রায় চার-পাঁচজন ছিল যার ফলে ঘোরাঘুরিটা বেশ ভালোভাবেই জমেছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আমার চিন্তা ছিল যে আমি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবো, কারণ আরো কিছু কাজ আছে যেগুলো আমাকে এসে করতে হবে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার ফলে একটু মানসিক বিশ্রামের জন্য বিকেলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই, কিন্তু আমার খালাতো ভাই সেই আসেনি সে তার বন্ধুদের সাথে আরও কিছুটা সময় অতিবাহিত করেছে।