বিকেলের কিছু অংশ ছাদে হেঁটে কাটিয়ে দেয়ার মুহূর্তগুলো।

in #bloglast month

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000046790.jpg

সারাদিন ঘরে বসে থাকতে থাকতে অস্বস্তিকর অনুভব হাওয়াতে বিকেলে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আজকে সারাদিনের আবহাওয়া বেশি একটা ভালো ছিল না, সূর্য দেখা যায়নি বললেই চলে। তবে দুপুরের দিকে আমি বাহিরে বের হয়েছিলাম তখন সূর্যকে একটু দেখতে পেয়েছিলাম, এরপর কোথায় যেন হারিয়ে গেল। চারিদিকে কুয়াশা নেমে গিয়েছে। এরপর আমি বিকেলে ছাদে হাঁটার জন্য বের হয়েছিলাম। ছাদে উঠতেই দেখি চারিপাশে বেশ বাতাস এবং দূরদূরান্ত পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। এই বাতাসের কারণে মূলত শীতের প্রভাব বেড়েই চলেছে। কিছুদিন আগে পরিবেশের অবস্থা দেখে মনে হচ্ছিল শীতের মৌসুম ধীরে ধীরে চলে যাচ্ছে, কিন্তু আজকের আবহাওয়া দেখে বরং মনে হচ্ছে মৌসুম আরো আসছে।

1000046791.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

ছাদের চারিপাশে বেশ কিছুক্ষণ সময় আমি হাটাহাটি করে কাটিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান শুরু হয়ে গেল আমি সাথে কিছু ছবিও তুলে নিয়েছি। সারাদিনে চার দেয়ালের মাঝে বন্দী থেকে মুক্তি হয়ে বেশ ভালোই অনুভব করছি। আসলে শহর অঞ্চলে থাকলে সাথে যদি আপনার কাজ ঘরের ভিতরেই থাকে তাহলে সেটা বেশিক্ষণ আপনার জন্য ভালো অনুভব করাবে না। তাই আপনার উচিত দিনে কিছুটা অংশ আপনার নিজেকে নিয়ে কাটানো।