অনেকদিন পর গ্রামের পরিবেশের সাথে মিশে বেশ ভালই লাগলো।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
বেশ দীর্ঘদিন পরে গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম। প্রথমে এসেই আমার ফুফুর বাড়িতে একদিন থেকেছি। আমার একটি ফুফাতো ভাই আছে তার সাথে আমরা সবসময় গল্প করি এবং আড্ডা দেই। তাকে নিয়ে আমরা তাদের এলাকার আশেপাশে ঘুরার জন্য সকালে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম। হাতে ক্যামেরা নিয়ে বের হয়েছে যেন আশেপাশের পরিবেশের ছবি তুলতে পারি। উনাদের বাড়ির আশেপাশে ঘুরে আমার বেশ ভালো লাগলো, চারিপাশে খোলা মাঠ কিছু কিছু মাঠে ফসল চাষ করার জন্য তৈরি করা হচ্ছে। কারণ এখন বছরের শেষ দিন, নতুন বছর এভাবে নতুন ফসল ফলানোর অপেক্ষায় তারা মাঠকে চাষযোগ্য বানানোর চেষ্টা করছেন। কিছু মানুষকে দেখলাম কাঠের গুড়ি খেয়ে রৌদ্র শুকাচ্ছে যেন সেগুলোকে পর্যাপ্ত উপযোগী কাজে ব্যবহার করা যায়। আরে নানান ধরনের দৃশ্য দেখে আমার বেশ ভালো লাগলো।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
গ্রামীন পরিবেশের এই দৃশ্য আমাদের প্রত্যেকের কাছে পছন্দনীয়, শহরের পরিবেশের তুলনায় গ্রামের পরিবেশ অনেক ভালো এবং অনেক শান্তিপূর্ণ। আমাদের ছুটি কম থাকায় আমরা তাদের বাড়িতে বেশিদিন বেড়াতে পারিনি, একদিনের মতো বেরানোর পর আমরা আমাদের নিজ বাড়িতে চলে আসি। সেখানে আমার চাচাতো ভাই বোন এবং চাচী আছেন। অনেকদিন পর সবাইকে দেখে একসাথে বেশ ভালো লাগলো। আশা করছি পরবর্তী দিনগুলো এখানে বেশ ভালই কাটবে।