পুরো পৃথিবীটা জুড়ে সৃষ্টিকর্তার নেয়ামত ছড়িয়ে আছে, যার ফলে সেগুলো দেখলে তার কথা ভাবতে পারি।

in #blog9 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

সূর্যোদয় এবং সূর্যাস্ত হচ্ছে মহান আল্লাহ তায়ালার একটি অশেষ নেয়ামত। এই দুটি সময় হল এমন একটি সময় যা দেখলে আপনি প্রকৃতির সৌন্দর্যের কিছুটা বর্ণনা পাবেন। ব্যক্তিগত দিক থেকে আমার সূর্যাস্ত অনেক বেশি ভালো লাগে, কারণ পশ্চিম আকাশের শেষ প্রান্তে যখন সূর্যটা ডুবে যায় তখন পুরো আকাশ জুড়ে কয়েক ধরনের রংয়ের সৃষ্টি হয়। যেটা আমার মনকে আরো বেশি আনন্দিত করে তোলে। সূর্যোদয় কখনো ওইভাবে দেখা হয়নি যার কারণে সঠিক বলতে পারব না সেটা দেখতে কেমন বা কতটা সুন্দর। যেহেতু মহান আল্লাহর সৃষ্টি তাই সবচেয়ে সুন্দর হবে সেটাও। মহান আল্লাহর নিয়ামত এই পুরো পৃথিবী জুড়ে রয়েছে, তার নেয়ামতের কোন শেষ নেই। ইনি গোটা পৃথিবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেগুলো দেখলে আমরা তাকে নিয়ে ভাবতে পারবো।

1000043878.jpg

1000043879.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

আমি ঢাকাতে যেখানে অবস্থান করছি আমার রুমের জানালা দিয়ে আমি গ্রীষ্মকালীন সময় সব সময় সূর্যাস্ত দেখতে পেতাম। এমনকি আমি অনেক ধরনের ছবিও তুলে রেখেছি সূর্যাস্তের। পশ্চিম আকাশে সূর্য হেলে যাওয়ার পরে আকাশের রঙে বেশ কয়েকটি রং দ্বারা রাঙিয়ে যায়, যেটা আপনার আলোকচিত্র বিদ্যাকে অনেক বেশি ফুটিয়ে তোলে। আমার ফোনের সূর্যাস্তের অনেক ছবি রয়েছে, কারন আমার সূর্যাস্ত ভালো লাগে বিধায় আমি সেই ছবিগুলোকে তুলে রেখে দিয়েছি। কখনো প্রয়োজন হলে আমি আবার সেগুলোকে বের করে দেখে নিতাম। সবচেয়ে সুন্দর সূর্যাস্ত হলো নদীর পাড়ে বসে সূর্যকে ডুবতে দেখা। এটা আমার খুবই পছন্দের যদিও কখনো মনের মত করে দেখা হয়নি।