"চন্দ্রপ্রভা ফুল" বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কোন অংশে কম নেই।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের দেশে এই ফুলটিকে চন্দ্রপ্রভা বলে ডাকা হয়। আবার কোন কোন জায়গায় একে সেনাপতি ফুল বলেও ডাকে। এই ফুলটির একটি বৈজ্ঞানিক নাম রয়েছে যেটি হল "Tecoma Stans". পাশাপাশি এর কিছু ইংরেজি নাম রয়েছে, যেগুলো আমাদের দেশের অনেকেই জানে আবার অনেকেই জানে না। তবে এই ইংরেজি নাম গুলো সহজে কেউ উচ্চারণ করে না, কারণ তাকে চন্দ্রপ্রভা হিসেবে ডাকা হয়। ইংরেজি নাম গুলো হলঃ "Yellow bells, Yellow Trumpet". এই নামগুলো আমাদের দেশের মানুষের কাছে খুবই অপরিচিত। যার ফলে এই নামে কখনো কেউ ডাকে না। একজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনেছি এই ফুলটি "বিগ্নোনিয়াসি" পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। এই ফুলটি দেখতে এতটা সুন্দর যা বলে বোঝানোর মত নয়।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এই চন্দ্রপ্রভা ফুল গাছটি একটি চিরসবুজ গাছ। এটি মূলত ব্যক্তির ঝোপালো আকৃতির মত হয়ে থাকে। সাধারণত আমরা জানি এই চন্দ্রপ্রভা গাছটি ৪ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, তবে কখনো কখনো এর বেশিও হয়ে থাকে। আর এর বেশি হয় কখন যখন মাটির গুনাগুন, আলো-বাতাসের প্রাপ্যতা হয় তখনই এর উচ্চতা কম বেশি দেখা দিতে পারে। এই ফুল গাছটির মাথার অংশ কিছুটা ছড়ানো হয়ে থাকে যার ফলে দূর থেকে দেখতে ঝোপ-ঝাড় মত দেখা যায়। এই গাছটির পাতাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায়, কারণের পাতাগুলো সবুজ রঙের হয়ে থাকে পাশাপাশি পাতার কিনারা গুলোতে খাচকাটার মত দেখা যায়। দূর থেকে দেখতে যেটা মানুষকে আকৃষ্ট করে তোলে।