শীতকালীন সবজিগুলো পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে

in #blog5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000044771.jpg

আমাদের বাসা থেকে এক দেড় কিলোমিটার দূরে একটি পাইকারি বাজার আছে যেখানে নানান রকমের শাকসবজি পাওয়া যায়। এখান থেকে সবাই তাদের শাকসবজি কিনে নিয়ে বিভিন্ন মহল্লায় ভ্যান গাড়িতে বসে বিক্রি করেন। এখান থেকে যদি আপনি শাকসবজি কিনতে চান তাহলে খুব কম দামে আপনি কিনতে পারবেন, আজকে সকালে আমি আমার পুরনো সেই আগের মাদ্রাসায় যাওয়ার পথেই এ বাজারটিকে দেখতে পাই। বাজারের মানুষের ভিড়ের কারণে রাস্তায় জ্যাম হয়ে যায়। শীতকালীন ফসল হিসেবে ফুলকপি এবং বাঁধাকপি এবং আরো কিছু সবজি খুব বেশি দেখা যাচ্ছিল। যেহেতু এগুলো শীতকালীন ফসল তাই প্রচুর পরিমাণে পাইকারি মূল্যে পাওয়া যাচ্ছে। এখান থেকে যারাই শাকসবজি পাইকারি দামে কিনে নিচ্ছে তারা সবাই ব্যবসায়ী, তারা এখান থেকে কম দামে অনেকগুলো সবজি একসাথে করে ভ্যান গাড়িতে নিয়ে এলাকায় অথবা মহল্লায় এগুলোকে একটু ভালো দামে বিক্রি করবে।

1000044770.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই বাজারটা বিরাট বড় একটি বাজার যার এক পাশে বিভিন্ন ধরনের ফলমূল পাইকারি মূল্যে বিক্রি করা হয় আর অপর পাশে শাক-সবজি পাইকারি মূল্যে বিক্রি করা হয়। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে কৃষকরা তাদের চাষের ফসল গুলো ঢাকাতে পাঠিয়ে দেয় এবং সেগুলো এরকম আড়ৎ পাইকারি মূল্যে বিক্রি করা হয়। এ বাজারটি আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে যার কারণে এখানে কখনো বাজার করতে আসা হয়নি। আমরা সবসময় আমাদের বাসা থেকে কাছে একটি বাজার আছে যেটা সবাই মিরপুর এক বড় বাজার হিসেবে চিনে, অধিকাংশ বাজার সেখান থেকে করা হয়।