প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়াটা আমাদের কাছে কঠিন হয়ে পড়েছে।

in #blog17 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

প্রকৃতির মাঝে এবং আমাদের মাঝে এক ধরনের সম্পর্ক রয়েছে, যার মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি পেয়ে থাকি। যদি আমাদের মাঝে কোন সম্পর্ক নাই থাকতো তাহলে আমরা সহজে মানসিক প্রশান্তি খুঁজে পেতাম না। আপনি খেয়াল করবেন একটা মানুষ যখন মানসিক ভাবে অশান্তিতে ভোগে তার পাশাপাশি সে আরো নানান ধরনের অশান্তিতে পড়ে যায়। একটা মানুষের মনই সব, আপনি আপনার মনকে যতটা বুঝাতে পারবেন আপনি ঠিক ততটাই লাভবান। আপনার মন যদি ভালো কাজ করতে না চায় আপনি যদি তাকে সেটা করাতে আগ্রহী করে তোলেন তাহলে আপনার জীবনে অশান্তি থাকবে না। পাশাপাশি আপনি যদি খারাপ কাজ করতে না চান তারপরও যদি আপনি কোন খারাপ কাজ করেন তাহলে আপনার মন আপনাকে বারবার বলবে আপনি যেটা করেছেন সেটা অবশ্যই ভুল করেছেন। এজন্যই দেখবেন অনেক মানুষ খারাপ কাজ করে নিজের ভিতর থেকে মানসিকভাবে বিভগ্রস্ত হয়ে যায়।

1000029251.jpg

1000029245.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

আমাদের জীবনটা খুবই ছোট একটি জীবন। একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, হয়তোবা কেউ আগে না হয় কেউ পড়ে। কখনো কখনো বাবার আগে ছেলে মারা যান আবার কখনো ছেলেরা আগে বাবা। প্রকৃতির একটা নিয়ম থাকে একটা ধারাবাহিকতা থাকে, যার বাহিরে কখনো কিছুই হয় না। প্রতিটি মানুষই তার মানসিক প্রশান্তি সে নিজে নিজেই খুঁজে নেয়, তবে আপনি যদি গাছপালার মাঝে একটি সুন্দর প্রকৃতির মাঝে কিছুটা সময় ব্যয় করেন এবং যদি ভাবেন যে সৃষ্টি কর্তা কিভাবে এত কিছু সৃষ্টি করল তখন নিশ্চয়ই আপনার মনটা অনেক শান্তি অনুভব করবে। আপনি যখন সৃষ্টিকর্তার এই সৃষ্টির নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে।