শৈশবের অপূর্ব স্মৃতিগুলো এই গাঁদা ফুলকে দেখে মনে পড়ে যায়।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গাঁদা ফুল হচ্ছে এমন একটি ফুল যা আমাদের শৈশবের খেলাধুলার স্মৃতিগুলোকে আগলে রাখতে পারে। আমাদের দেশে এমন কোন ব্যক্তি নেই যে গাঁদা ফুল গাছকে চিনে না। ছোটবেলায় আমরা অন্যান্য ছেলেমেয়েরা একসাথে বসে এই গাঁদা ফুল গাছ নিয়ে অনেক খেলা করতাম। বর্তমানে আমরা জানতে পারলাম গাঁদা ফুল শুধুমাত্র একটি ফুল না এটি একটি ওষুধ, এ ফুল দ্বারা এমন এমন ওষুধ তৈরি করা যায় যা ছোটবেলার জানতাম না। গাঁদা ফুলে কয়েক রকমের প্রজাতি রয়েছে। গাধা ফুলের প্রজাতিগুলো কিছু আমাদের দেশ পাওয়া যায় এমন কিছু আমাদের দেশের বাহিরে।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এ ফুলকে চাষ করার পদ্ধতি খুবই সহজ, ফুল থেকে বীজ উৎপন্ন হয়, এবং সেই বীজ থেকে যার উৎপন্ন হয়। এবং গাঁদা ফুলের চারা কে উষ্ণ তাপমাত্রার স্থানে রেখে দিতে হবে বেশ কিছুদিনের জন্য। আমাদের দেশের মানুষরা গাঁদা ফুলকে বাড়ির সৌন্দর্যের বৃদ্ধির জন্য লাগিয়ে থাকেন। বিভিন্ন প্রতিষ্ঠানে, অথবা হাসপাতালের বাহিরের অংশে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়ে এর সৌন্দর্যকে বৃদ্ধি করে রাখা হতো। আর সেই বিভিন্ন রকম ফুল গুলোর মধ্যে এই গাঁদা ফুল খুবই অন্যতম হয়ে থাকে। এমন কোন মানুষ নেই যে এটি সম্পর্কে জানেনা এবং একে চেনে না।