বাংলাদেশের একমাত্র জীবন্ত সত্তা নদী হল "তুরাগ নদী" পর্ব- ২

in #blog16 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000048571.jpg

আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক একটি দেশ, যেখানে নানান ধরনের নদী-নালা রয়েছে। বর্তমানে আমাদের দেশের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। যার ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীগুলো ধীরে ধীরে ময়লা আবর্জনায় পরিণত হচ্ছে। এই নদীগুলো যেন তার ঐতিহাসিক নাম হারিয়ে একই নামে উপনীত হচ্ছে। সবাই এক নামে মরা নদী বলে আখ্যায়িত করে। একটি নদী যখন মরে তখন তা আশেপাশের পরিবেশগুলোকে সাথে নিয়ে মরে অর্থাৎ এই নদীর আশেপাশে জনসংস্কৃতি, জনসাধারণের জীবিকা নির্বাহ ইত্যাদি সহ অনেক রকমের সমস্যা দেখা দেয়। ঠিক এমনই একটি পরিচিত নদী হচ্ছে এই তুরাগ নদী। একে নদী নয়, নদ বলে জানা যেত। যেখানে একটা সময় প্রচুর স্রোত ছিল। বর্তমানে এই নদীটি ড্রেনে পরিণত হয়ে গেছে। নদীর আশেপাশে যত কলকারখানা রয়েছে তাদের ময়লার ড্রেন হিসেবে এই নদীকে ব্যবহার করা হচ্ছে।

1000048575.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

গতকাল এই নদী দিয়ে নৌকায় ঘুরাঘুরি করেছিলাম। এই নদীর অবস্থা এতটা বাজে যা বলে প্রকাশ করার মতো নয়। নদী সম্পূর্ণ পানি কালো আকারের ধারণ করে নিয়েছে। নদীতে চলাচলা সময় কেমিক্যাল মেশানো দুর্গন্ধ, বিষাক্ত কালো পানি স্রোত, ময়লা আবর্জনায় ভরপুর, পশুর মৃতদেহ এবং ইটভাটার ময়লা গুলো। এইসব ময়লা আবর্জনা দিয়ে পুরো নদীটি ভরে রয়েছে। এই নদীকে একপ্রকার জলাশয় বললেই বোঝা যাবে।