বন্ধুদের সাথে বাহিরে ঘুরতে গিয়ে কিছু স্ট্রিট ফুড খেলাম।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
ছুটির দিন মানেই সকল চাকরিজিবী এবং ছাত্র-ছাত্রীদের কাছে বিশ্রামের একটি দিন।ছুটির দিনে সকল কাজের মাঝেই একটু অবসর পাওয়া যায়।ছুটির দিনে সকালেই একটু অবসর খুঁজে পায়।একটি ছুটির দিন বেছে নিয়ে আমরাও সকল বন্ধু-বান্ধব মিলে সবাই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম।
বন্ধুরা সকলে একসাথে ঘুরতে গেলে খুবই মজা হয়।ঘুরতে যাওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ রয়েছে।বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মানে রাস্তার পাশে এক কাপ চা অথবা কফি খাওয়া।আমরা যখনই একসাথে বের হই।তখনই রাস্তার পাশের ছোট টোং দোকান থেকে আমরা এই চা কিংবা কফি খেয়ে থাকি।
বাহিরে ঘুরতে যেতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে।জীবনটাকে উপভোগ করতে চাইলে মাঝে মধ্যেই আমাদের সকলেরই ঘুরতে বের হওয়া উচিৎ।মন ভালো রাখার জন্য ঘুরতে যাওয়ার মতো একটি ব্যাপার আর কোন কিছুতেই পাওয়া যাবে না।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
বাহিরে ঘুরতে যাওয়ার কোনো বিকল্প হয় না।বন্ধু-বান্ধবদের সাথে অবসর সময় কাটানো খুবই প্রযোজন।জীবনকে একটু ভালো মুহূর্ত উপহার দিতে চাইলে আমাদের উচিৎ বাড়ির বাহিরেও বের হয়ে একটু সময় কাটানো।