বন্ধুদের সাথে বাহিরে ঘুরতে গিয়ে কিছু স্ট্রিট ফুড খেলাম।। পার্ট-1

in #blog4 hours ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

ছুটির দিন মানেই সকল চাকরিজিবী এবং ছাত্র-ছাত্রীদের কাছে বিশ্রামের একটি দিন।ছুটির দিনে সকল কাজের মাঝেই একটু অবসর পাওয়া যায়।ছুটির দিনে সকালেই একটু অবসর খুঁজে পায়।একটি ছুটির দিন বেছে নিয়ে আমরাও সকল বন্ধু-বান্ধব মিলে সবাই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম।

IMG20241207172417.jpg

IMG20241211072632.jpg

IMG20241229094010.jpg

IMG20241216152330.jpg

IMG20241216151708.jpg

IMG20241216152328.jpg

বন্ধুরা সকলে একসাথে ঘুরতে গেলে খুবই মজা হয়।ঘুরতে যাওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ রয়েছে।বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মানে রাস্তার পাশে এক কাপ চা অথবা কফি খাওয়া।আমরা যখনই একসাথে বের হই।তখনই রাস্তার পাশের ছোট টোং দোকান থেকে আমরা এই চা কিংবা কফি খেয়ে থাকি।

IMG20241216151952.jpg

IMG20241207172419.jpg

বাহিরে ঘুরতে যেতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে।জীবনটাকে উপভোগ করতে চাইলে মাঝে মধ্যেই আমাদের সকলেরই ঘুরতে বের হওয়া উচিৎ।মন ভালো রাখার জন্য ঘুরতে যাওয়ার মতো একটি ব্যাপার আর কোন কিছুতেই পাওয়া যাবে না।

IMG20241216151706.jpg

IMG20241207171744.jpg

IMG20241206163415.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বাহিরে ঘুরতে যাওয়ার কোনো বিকল্প হয় না।বন্ধু-বান্ধবদের সাথে অবসর সময় কাটানো খুবই প্রযোজন।জীবনকে একটু ভালো মুহূর্ত উপহার দিতে চাইলে আমাদের উচিৎ বাড়ির বাহিরেও বের হয়ে একটু সময় কাটানো।

"ধন্যবাদ জানিয়ে সকলের থেকে বিদায় নিচ্ছি।সবাই খুব ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"