টেবিল কামিনি গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2

in #blog6 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা টেবিল কামিনি ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

এই টেবিল কামিনী গাছগুলো পাখিদের ভীষণভাবে আকর্ষণ করতে পারে।টেবিল কামিনী ফুল গাছগুলো কখনো কড়া রোদের মধ্যে ভালো ভাবে বাড়তে পারে না।কিছুটা হালকা ছায়ার মধ্যে এই গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পায়।এই গাছগুলোর গোড়ায় প্রতিনিয়ত সার প্রয়োগ করতে হয় না।

IMG20241216151517.jpg

দুই থেকে তিন মাস পর পর কিছুটা জৈব সার গাছগুলোর গোড়ায় দিলেই এই টেবিল কামিনি গাছ গুলো খুব ভালো ভাবে বৃদ্ধি পায়।অনেকে আবার এই গাছের গোড়ায় রাসায়নিক সারও ব্যবহার করে থাকে।টেবিল কামিনি গাছগুলো টবে রোপন করলেই বেশি সৌন্দর্য প্রকাশ পায়।

IMG20250111174208.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

গাছগুলো খুবই ছোট এবং ঝাপটানো হওয়াতে টবের মধ্যেই দেখতে বেশি সুন্দর দেখায়।টেবিল কামিনী গাছগুলোর কয়েক রকমের রোগ হয়ে থাকে।ভালোভাবে যত্ন নিলে এবং মাঝে মাঝে সার প্রয়োগ করলে এই ফুল গাছগুলোর মধ্যে আর কখনো পোকা বাসা বাধতে পারে না।নানা ধরনের ছত্রাক খেকে মুক্তি পেতে চাইলে গাছ গুলোকে ভালো ভাবে যত্ন নেওয়া উচিৎ।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।