গ্রীষ্মকালীন একটি ফুল হলো জিনিয়া।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা জিনিয়া ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ফুল মানেই সকল মানুষের কাছে অন্য রকম ভালোবাসা,ভালোলাগা।ফুলের সৌন্দর্য সব কিছুর উর্ধে।জিনিয়া ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।জিনিয়া ফুল গুলো দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মতো হয়ে থাকে।এক একটি ফলের একেক রকম সৌন্দর্য রয়েছে।জিনিয়া ফুল গুলোর পাতাগুলো দেখতে আকৃতিতে কিছুটা ল্যান্স এর মতো হয়ে থাকে।এই ফুলের পাতাগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।
জিনিয়া ফুলের গাছের উচ্চতা খুব বেশি হয় না।এই গাছ গুলো উচ্চতায় ১৫ সেন্টিমিটার বা ১ মিটার পর্যন্ত হয়ে থাকে।ছোট এই ফুল গাছ গুলোর এক একটি ডালে একটি করেই ফুল ফোটে।যা দেখতে অপরূপ সুন্দর।সকলের নজরকাড়া সৌন্দর্য নিয়েই এই ফলটি ফুটে থাকে।জিনিয়া ফুলের এক একটি অংশ খুবই সুক্ষ্ম হয়ে থাকে।নিখুঁত এই ফলটিকেই আমরা জিনিয়া ফুল হিসাবে চিনে থাকি।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
জিনিয়া ফুল গুলো তিনটি রঙের হয়ে থাকে।সেগুলো হলো হলুদ,কমলা এবং সাদা।সাদা জিনিয়া ফুলগুলো দেখতে একটু বেশিই সুন্দর দেখায়।অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকে এই ফুলগুলোতে।জিনিয়া ফুল গুলোকে বাহারী রঙের ফুলও বলা হয়ে থাকে।জিনিয়া ফুলকে বাগানের রঙিন রানীও বলা হয়ে থাকে।খুবই জনপ্রিয় একটি ফুল হলো জিনিয়া।মৌসমি ফুলের মধ্যে আকর্ষনীয় একটি ফুল হলো জিনিয়া ফুল।বেশ সুন্দর এই ফুলটি আমার খুব পছন্দের।