পয়েনসেটিয়া গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-3
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পয়েনসেটিয়া গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
তার মধ্যে একটি প্রজাতীর গাছ উচ্চতায় তিন থেকে চার ফুট লম্বা হয়ে থাকে।আবার কিছু কিছু প্রজাতীর গাছ উচ্চতায় অনেক বড় হয়ে থাকে।সেই গাছ গুলো বারো থেকে তেরো ফুট পর্যন্ত হয়ে থাকে।এই পয়েনসেটিয়া গাছ গুলো সূর্যের আলোতে সব চাইতে ভালো জন্মাতে পারে।
তবে এই পয়েনসেটিয়া গাছ গুলো কড়া সূর্যের তাপে বাঁচতে পারে না।হালকা রোদ এবং হালকা ছায়া থাকলে সব চাইতে ভালো।এই পয়েনসেটিয়া গাছ উৎপাদন করার জন্য মাটি নির্বাচন করা খুবই জরুরি।
কারন পয়েনসেটিয়া গাছ গুলো দো-আঁশ মাটিতে খব ভালো ভাবে বেড়ে উঠতে পারে।এই পয়েনসেটিয়া গাছ গুলো অতিরিক্ত থকথকে জায়গায় ভালো হয় না।খব বেশি পরিমানে পানি পেলে গাছ গুলো মরেও যেতে পারে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
যেকোনো গাছের গোড়ায় মাঝে মধ্যে নিয়ম করে সার দিলে গাছ গুলো খুব তারাতারি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রচুর পরিমানে রোগ মুক্ত হয়।এতে করে গাছ পালা গুলো খুব তরতাজা এবং পুষ্ট হয়।গাছপালার যত্ন নিলে গাছপালা খুব সহজে বৃদ্ধি পায়।