বাহিরে ঘুরতে যাওয়ার মধ্যে রয়েছে অন্য রকম ভালো লাগা।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
পরিবারের সকলে একসাথে বাহিরে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা।আমরা সবাই বসুন্ধরা সিটিতে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম।সেখানে গিয়ে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম।সেখানে আমরা অনেক কিছুই খেয়েছিলাম।আমাদের সকলের উচিৎ সব সময়ই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া।বাহিরে করতে গেলে মন ও মেজাজ দুইটিই ভালো থাকে।
বাহিরে ঘুরাঘুরি করলে প্রচুর আনন্দ উপভোগ করা যায়।আমাদের সকলের উচিৎ বাহিরের প্রকৃতির সাথে সময় কাটানো।এতে করে শরীরও খুব অনেক ভালো থাকে।সকল মানুষেরই বাহিরে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে।তবে অনেকেই আছে যারা সময়ের অভাবে বাহিরে ঘুরতে যেতে পারে না।অনেকেই মানসিক স্বস্থির জন্য ঘুরতে গিয়ে থাকে।
তবে আমাদের সকলের উচিৎ নিজে থেকে সময় বের করে পরিবারের সাথে কিছুটা সুন্দর সময় কাটানো।পরিবারের সকলের সাথে বাহিরে সময় কাটানোর মুহূর্ত হলো সত্যিই অসাধারণ হয়ে থাকে।তবে ঘুরতে যাওয়ার সবথেকে ভালো সময় হলো হালকা ঠান্ডা এবং হালকা গরমে।ডিসেম্বর মাসে সবাই কোথাও না কোথাও ঘুরতে গিয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য আমাদের অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া উচিৎ।আমাদের মাঝে মাঝেই ঘুরতে যাওয়া উচিৎ।দূরে কোথাও যেতে না পারলেও আশেপাশে কোথাও ঘোরাঘুরি করার প্রয়োজন।কারণ ঘুরতে গেলে মন ভালো থাকে এবং শরীরও ভীষণই ভালো থাকে।