পেটুনিয়া ফুল গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পেটুনিয়া ফুল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সবগুলো পেটুনিয়া ফুলের রঙই যেন অসম্ভব সুন্দর হয়ে থাকে।হাজার রকমের প্রজাতি রয়েছে এই ফুল গাছের।এই পিটুনিয়া ফুল গাছগুলো গ্রীষ্মকালীন সময়ে এবং শীতকালীন সময়ে সবচাইতে ভালো হয়ে থাকে।শীতকালীন সময়ে এই ফুলগুলো ফুটতে দেখা যায়।
দেখলে যেন মনটা জুড়িয়ে যায়।ফুলের সৌন্দর্যে আকর্ষণীয় হয়ে ওঠে চারদিক।আমাদের সকলের উচিৎ বাড়ির চারপাশে কিছু ফুল গাছ লাগিয়ে রাখা।এতে করে বাড়ির পরিবেশ সুন্দর দেখায়।পেটুনিয়া ফুল গাছ গুলো উচ্চতায় ১৮ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে।
পেটুনিয়া ফুল গাছের পাতা গুলো হালকা সবুজ হয়ে থাকে।পাতা গুলো খুবই নরম প্রকৃতির হয়ে থাকে।পেটুনিয়া ফুল গুলো দেখতে ঘন্টার মতো হয়ে হয়ে থাকে।পেটুনিয়া ফুল গাছ গুলো দুইটি প্রজাতীর হয়ে থাকে।একটি প্রজাতীর ফুল বড় আকৃতির হয়ে থাকে।আর একটি প্রজাতির ফুল খুবই ছোট আকৃতির হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তবে প্রচুর পরিমানে ফুল ফোটে এই প্রজাতীর গাছটিতে।পেটুনিয়া ফুল গাছ গুলো দোআঁশ মাটিতে সব চাইতে ভালো জন্মে।এই পেটুনিয়া ফুল গাছ গুলো সূর্যের আলোতে সব চাইতে বেশি ভালো হয়ে থাকে।গরম পরিবেশে হালকা ছায়াতে এই পেটুনিয়া ফুল গাছ গুলো ভালো জন্মাতে পারে।