সৃষ্টিকর্তার সকল সৃষ্টিই অপূর্ব সুন্দর,যার কোনো তুলনা হয় না।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
পৃথিবীতে থাকা সকল প্রাকৃতিক জিনিস গুলোই অসম্ভব সৌন্দর্যের অধিকারি।হোক সেটা মানুষ, পশু-পাখি অথবা বিভিন্ন ধরনের গাছ-পালা।সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে কোনো কিছুর তুলনা হয় না।সেদিন ঘুরতে গিয়েছিলাম একটি যায়গায়।
সেখানেই এই অপূর্ব সুন্দর গাছটি দেখেছি।এই অপূর্ব সুন্দর গাছটি দেখে মনটাই ভালো হয়ে গেল।আমি মাঝে মাঝে মাঠে হাঁটতে বের হই।তখন প্রকৃতির মনোরম এই দৃশ্যটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই।
বড় বড় গাছ-পালা,চার দিকের সবুজ পরিবেশটা সত্যিই দেখার মতো।আমার মন খারাপ থাকলেই আমি হাঁটতে বের হয়ে যাই।আশে-পাশের থেকে আশা সুন্দর বাতাস,যেন সব কিছুকেই সুন্দর করে তোলে।
গ্রাম-অঞ্চলের এই স্বচ্ছ এবং সুন্দর পরিবেশ সকল মানুষেরই মন কেড়েছে।শহর-অঞ্চলে থাকা মানুষেরা কখনোই এই সুন্দর পরিবেশকে অনুভব করতে পারে না।তাই আমাদের উচিৎ মাঝে মাঝে খোলামেলা প্রকৃতির মাঝে ফিরে আশা।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এতে করে শরীর এবং মন দুইটিই অনেক বেশি ভালো থাকবে।গ্রাম-অঞ্চলের মানুষ গুলো অনেক বেশি সরল হয়ে থাকে।তাদের সাথে থাকতেও অনেক বেশি ভালো লাগে।তারা চারপাশের পরিবেশের মতোই সহজ-সরল।