মাছি ফুলগাছ নিয়ে আমার আজকের আলোচনা।।

in #blog18 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা মাছি ফুল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

মাছি ফুল গাছ গুলো সাধারনত সব জায়গাতে পাওয়া যায় না।তবে এই ফুল গাছ গুলোর খুব বেশি পরিমানে চাহিদা রয়েছে আমাদের দেশে।এই ফুল গুলো দেখতে অতিরিক্ত সুন্দর হওয়াতে বাগানে সুন্দর্য বৃদ্ধি পায়।এই মাছি ফুল গাছগুলো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে সব চাইতে ভালো হয়ে থাকে।তবে শীতকালীন সময়েই এই ফুলগুলো ফুটে থাকে।

IMG20241216152644.jpg

IMG20241216153020.jpg

দেখতে সত্যিই অপুর্ব দেখায়।মাছি ফুল গাছ গুলো উচ্চতায় খুব বেশি পরিমানে লম্বা হয় না।মাছি ফুল গাছ গুলো এক থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।এই ফুল গাছ গুলোর পাতা খুবই ছোট ছোট আকৃতির হয়ে থাকে।গাছ ভর্তি পাতা এবং গাছ ভর্তি ফুল ও হয়ে থাকে।পুরোটা গাছ জুড়েই এই মাছি ফুলগুলো ফুটে থাকে।

IMG20241216153023.jpg

IMG20241216152634.jpg

বেগুনি রংয়ের এই ফুল গুলো দেখতে সত্যিই অপূর্ব দেখার।এই মাছি ফুলগুলো খুবই ছোট ছোট হয়ে থাকে।দেখতে কিছুটা মাছির মতো হওয়াতে,সবাই এই ফুলগুলোকে মাছি ফুলই বলে থাকে।এই মাছি ফুলগুলো নল আকৃতির এবং খুব ছোট ছোট হওয়াতে মৌমাছি এবং পাখিদের খুব বেশি পরিমাণে আকর্ষণ করে থাকে।এই মাছি ফুল গাছ গুলোতে সব সময়ই প্রজাপতি দেখা যায়।

IMG20241216152653.jpg

IMG20241216152636.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

এই মাছে ফুল গাছের শিকড় গুলো খুবই মজবুত হয়ে থাকে।এ গাছ গুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মাটির ভিতরে শিকড় গুলো এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে।এই মাছি ফুল গাছগুলো খুবই কম সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি ফুল দিয়ে থাকে।আমার খুবই পছন্দের কিছু ফুল গাছের মধ্যে একটি হলো মাছি ফুলগাছ।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।