টেবিল কামিনি গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা টেবিল কামিনি ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
টেবিল কামিনি গাছ গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।এই টেবিল কামিনি গাছ গুলো দেখতে খুবই ছোট আকৃতির হয়ে থাকে।এই গাছগুলো চির সবুজ হয়ে থাকে।এই টেবিল কামিনী গাছগুলো ভারত এশিয়া এবং চীনে সব চাইতে বেশি পরিমানে দেখা যায়।
এই গাছ গুলোর পুরো শরীরটা জুড়েই পাতায় ভর্তি হয়ে থাকে।পাতায় ভরপুর লই ফুল গাছটির নাম দেওয়া হয়েছে টেবিল কামিনী।এই গাছের ফুল গুলো ভীষণে সুগন্ধিযুক্ত হয়ে থাকে।এই টেবিল কামিনী গাছের ফুলগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।এই টেবিল কামিনী ফুল গাছগুলো তিন থেকে চার ফুট মতো লম্বা হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই টেবিল কামিনী ফুল গাছগুলো সব সময় ছাটাই করে রাখতে হয়।তাহলে এই গাছ গুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়।এই টেবিল কামিনী ফুল গাছগুলোর ফুলগুলো সাদা রঙের হয়ে থাকে।গ্রীষ্ম এবং বর্ষাকালীন সময়ে এই ফুলগুলো ফুটে থাকে।ভীষণই সুগন্ধি যুক্ত এই ফুলগুলোকে সকল মানুষই পছন্দ করে।