কুড়িগ্রামে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক!steemCreated with Sketch.

in #bgb2 years ago

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার ২৭ জুলাই রাত ১১টার দিকে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার ১০০৭ এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
363818430_301821955574601_6230530087802646741_n.jpg